নিজস্ব প্রতিনিধি : ১৬ ডিসেম্বর ৫৪ তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা গণ অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ই ডিসেম্বর) বেলা ১১ টায় শহরের আমতলাস্থ গণ অধিকার পরিষদের অস্থায়ী কার্যালয় সামনে হতে এক বিজয় র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আমতলায় এসে আলোচনা সভায় মিলিত হয়। জেলা গণ আধিকার পরিষদের সভাপতি অধ্যক্ষ আখতারুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ওমর ফারুক, জেলা ছাত্র অধিকার পরিষদের
সভাপতি মো. ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ নয়ন, সাতক্ষীরা সরকারি কলেজের আহবায়ক আল শাহারিয়ার, সদস্য সচিব ইকবাল হোসেন, যুব অধিকার পরিষদের জেলা সভাপতি তৈয়বুর রহমান, সহ-সভাপতি আজমির হোসেন, সাধারণ সম্পাদক আজিবুর রহমান, সিনিয়র সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম, পেশাজীবী অধিকার পরিষদের আহবায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব ইকরামুল কবির, শ্রমিকনেতা আলতাফ হোসেন প্রমুখ। এ সময় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।