এবিএম কাইয়ুম রাজ: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা বেড়িবাঁধ সংলগ্ন খোলপাটুয়া নদীতে নতুন করে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকালে নদীর চর অংশ ধসে পড়ে এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে নদীর তীরের মাটি খসে পড়ছিল। বুধবার সকালে হঠাৎ করেই নদীর চর অংশ ভেঙে পড়ে বেড়িবাঁধের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে নদীর পানি ধীরে ধীরে বেড়িবাঁধের কাছাকাছি চলে আসে। এলাকাবাসী আশঙ্কা করছেন, দ্রুত প্রতিরোধ ব্যবস্থা না নিলে পুরো বাঁধ ভেঙে গ্রামাঞ্চল প্লাবিত হয়ে যাবে।
খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বালুভর্তি জিও বস্তা ফেলে ভাঙনরোধে জরুরি ডাম্পিং কাজ শুরু করেছেন। কর্মকর্তারা জানান, আপাতত অস্থায়ীভাবে নদীর চাপ ঠেকাতে এই কাজ চলছে, তবে স্থায়ী সমাধানের জন্য পরবর্তী পরিকল্পনা হাতে নেওয়া হবে।
স্থানীয় জনপ্রতিনিধি মনজু গাজী বলেন, “বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে। বর্তমানে বালুভর্তি বস্তা ফেলার মাধ্যমে ভাঙন প্রতিরোধে অস্থায়ী কাজ শুরু হয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা চাই টেকসই বাঁধ নির্মাণের মাধ্যমে এলাকাবাসীর দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করা হোক। অস্থায়ী ডাম্পিং দিয়ে কিছুটা স্থিতি আনা গেলেও মূল সমাধান সম্ভব নয়।”
স্থানীয় সূত্রে জানা গেছে, গাবুরা ইউনিয়নে সরকারের একটি মেগা প্রকল্পের কাজ চলমান রয়েছে। খোলপাটুয়া নদীর তীর দুর্বল হয়ে পড়ায় সাম্প্রতিক জোয়ারের চাপে চর অংশ ধসে নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ফলে এলাকাবাসী প্রতিদিন ভাঙনস্থল পর্যবেক্ষণ করছেন এবং স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।
