ফিরোজ হোসেন,: “কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের উদ্যোগে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯ টায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল চত্বরে উক্ত রোগী দেখা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে রোগী দেখেন, ডায়াবেটিস, হরমোন, থাইরয়েড ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মো. কামাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মুহাম্মদ মাহবুবুর রহমান, মার্কেটিং অফিসার আব্দুল হাকিম, পাবলিক রিলেশন অফিসার মোস্তাফিজুর রহমান, মার্কেটিং অফিসার ফজলু রহমান, শারমীন নাহার, আইটি অফিসার এস এম আহাদ, সিনিয়র ওয়ার্ড মাস্টার ওয়াহিদুজ্জামান নার্সিং ইনচার্জ আব্দুল হালিম প্রমুখ। এসময় রোগীদের ফ্রী ডায়াবেটিস ও চিকিৎসাসেবা প্রদান করা হয়। ক্যাম্পে শতাধিক রোগীকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।
