সাতক্ষীরা ট্রিবিউন : বিগত দুই মাস পূর্বে স্বাভাবিক নিয়মে মধু মল্লারডাঙ্গী জীম মসজিদের কার্যকরী কমিটির মেয়াদ শেষ হয়। পূর্বতন কমিটি ৭ (সাত) সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটি গঠন পূর্বক তাদের হাতে ক্ষমতা দিয়ে দেন। তাদেরকে ৪৫ (পঁয়তাল্লিশ) দিনের মধ্যে একটি নতুন কমিটি গঠনের মেয়াদ থাকে। এডহক কমিটি নির্দিষ্ট সময়ের মধ্যে কমিটি গঠন করতে ব্যর্থ হয়। কারণ হিসেবে উল্লেখ করা হয় যে বিগত ফ্যাসিস্ট আমলের মসজিদের তৈরি কমিটি পুনরায় বহাল থাকতে চায়।
এদিকে মুসল্লিদের মধ্যে নতুনভাবে কমিটি গঠনের জন্য প্রস্তাব রাখিলেও পূর্বাতন কমিটি সে প্রস্তাব নাকোচ করে দিয়ে পূর্বতন কমিটির সভাপতি ও সেক্রেটারিকে পুনরায় নতুন ভাবে কমিটি করার সিদ্ধান্ত নিলে এ নিয়ে মসজিদে ২-৩ জুম্মা কমিটি গঠন নিয়ে গোলমালার সৃষ্টি হয়। এখন উভয় পক্ষের মধ্যে চরম অবস্থা বিরাজ করছে। মসজিদে মারামা-রি, দাঙ্গা, হাঙ্গামা সহ গুরুতর শান্তি ভঙ্গের আশু সম্ভাবনা থাকায় পুলিশ প্রশাসন মসজিদ কমিটির সমস্ত কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। এদিকে এলাকায় মাদক সেবী, সন্ত্রাসীদের অর্থ ও নানাবিধ প্রলোভন দেখিয়ে সাবেক সভাপতি ফ্যাসিবাদের দোসর আব্দুস সালাম ও সাবেক সেক্রেটারি ফ্যাসিবাদের দোসর পূর্ণরায় সভাপতি ও সেক্রেটারি হওয়ার লক্ষে অশুভ তৎপরাতা চালিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে এলাকায় মুসল্লিদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কারনে প্রশাসন একতরপাভাবে ঘোষণাকৃত কমিটি বাতিল ঘোষণা করেন।
পূর্ববর্তী পোস্ট
