নিজস্ব প্রতিবেদক :
প্রশাসনের হস্থক্ষেপে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নে মাহমুদপুর মৌজার এস,এ ১৩২৪ খতিয়ানে ৩৩৮৫ দাগে ০৯ শতক জমির মধ্যে ০৪ শতক পৈত্রিক সম্পত্তিতে বেআইনী ভাবে পাকা স্থাপনা বন্ধ হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, মাহমুদপুর গ্রামের আলাউদ্দিন মোড়ল জীবিত থাকা কালীন পৈত্রিক সূত্রে উক্ত নালিশি সম্পত্তি ভোগ দখল করে আসছিল। তার মৃত্যুর পর উক্ত নালিশী সম্পত্তি তার পুত্র আব্দুল জলিল মোড়ল ওয়ারেশ সূত্রে প্রাপ্ত হইয়া ভোগ দখল করে আসছে। গত ইং ২৩/৩/২০২১ তারিখে একই এলাকার মৃত্যু হামিদ মোড়লের পুত্র শওকত মোড়ল, আহমদ আলী মোড়ল, সুজাত আলী মোড়ল, আহম্মদ আলী মোড়লের পুত্র মনিরুজ্জামান কালু, শওকত আলী মোড়ল এর পুত্র জহিরুল ইসলাম মিলন, শহিদুল ইসলাম ও সুজাত আলির পুত্র মামুনুর রশিদসহ আরো দশ, বার জন দেশীয় অস্ত্র নিয়া উক্ত নালিশি সম্পত্তি জবর দখল করিতে উদ্ধৃত হয়। উক্ত নালিশি সম্পত্তির এস,এ রেকর্ড এর মালিক মৃত্যু আলাউদ্দিন মোড়লের পুত্র আব্দুল জলিল মোড়ল বাঁধা প্রদান করিলে তাকে খুন-জখমের হুমকি দিয়ে নালিশী সম্পত্তি হতে তাড়িয়ে দিয়ে পাকা স্থাপনা তৈরীর কাজ শুরু করে। আব্দুল জলিল কোন উপায় না পেয়ে সাতক্ষীরা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ১৪৫ কার্যবিধি মামলা করে যার নং ৫৯৪/২১। মামলার পরিপেক্ষিতে বিজ্ঞ আদালত সঠিকভাবে তদন্ত পূর্বক রিপোর্ট প্রদানের জন্য সদর থানার উপর দায়িত্ব দেন। কোর্টের আদেশ পাওয়ার পর সাতক্ষীরা সদর থানার পুশিল বুধবার ২৪ মার্চ ঘটনাস্থলে হাজির হয়ে বাদী বিবাদী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গের কাছে নালিশি সম্পত্তির বিবরণ জেনে নির্মাণ কাজ বন্ধ করে দেন। কোর্টে চলমান মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় রাখার সার্থে কোন পক্ষকে নালিশি সম্পত্তিতে না আসা বা কোন রকম কার্যক্রম না করার জন্য নির্দেশ দেন।
পূর্ববর্তী পোস্ট