ডেস্ক রিপোর্ট ঃ
সাতক্ষীরা জেলা আইনজীবী ঐক্য পরিষদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ।
সিনিয়রদের চেম্বারের নামফলক ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে —
দোষীদের শাস্তির দাবী —
১০ জন আইনজীবীর নামে মিথ্যা অভিযোগ প্রত্যাহার দাবী —
বিগত ২ বৎসরের আয় ও ব্যায় হিসাব অডিট করার দাবী ও অতিরিক্ত খরচ টাকা ফেরত দাবী —–
বাজেট বহির্ভূত কাজের জন্য গঠনতন্ত্র মোতাবেক আইনগত ব্যবস্থা দাবী —-
চুরি হওয়া ১৪ লাখ টাকা উদ্ধার করার দাবী —
নির্বাচিত প্রতিনিধিরা একটি গ্রুপের মিটিংয়ে যেয়ে বসা ও বক্তব্য রাখার জন্য ব্যবস্হা নেওয়ার দাবী জানান —
বেলা ১২ টায় আইনজীবী সমিতিতে আইনজীবী ঐক্য পরিষদের আহবায়ক , সাবেক সংসদ সদস্য , আইনজীবী সমিতির সাবেক সভাপতি স, ম, সালাহউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন সাবেক পি, পি, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এস, এম, হায়দার , বিশেষ অতিথি ছিলেন সাবেক পি, পি, আবুবক্কর ছিদ্দিক , বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সদস্য সচিব , আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুল মজিদ , পি, পি, আবদুল লতিফ, জি, পি, শম্ভু নাথ সিংহ, বক্তব্য রাখেন শেখ আব্দুস সামাদ , সৈয়দ এখলেছার আলী বাচ্চু, শেখ নিজাম উদ্দিন , শেখ মিজানুর রহমান , আব্দুল বারী, জহুরুল হক, এ, বি, এম, সেলিম , আকবর আলী, ওকালত হোসেন , অসিম কুমার মন্ডল ,কামরুজ্জামান ভুট্টা, শাহনেওয়াজ মিলি, আলতাফ হোসেন , শাকিলা খানম, ইয়ারুল হক, সেলিনা আক্তার শেলি, মিজানুর রহমান বাপ্পী, আব্দুল জলিল , সরদার সাইফ , সাইদুজ্জামান জিকু, মোস্তাফিজুর রহমান , আলমগীর আলম বাপী, মশিউর রহমান ফারুক, লুৎফুননেছা রুবি। নেতৃবৃন্দ আরো বলেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি একটি ঐতিহ্যেবাহী বার। এই বার কে ব্যক্তিস্বার্থে ব্যাবহার করতে দেওয়া হবে না। আইনজীবী দের মান মর্যাদা রক্ষা করতে হবে। গঠনতন্ত্র সংশোধন করতে হবে এবং গঠনতন্ত্র মোতাবেক বার পরিচালিত করতে হবে। করোনা কালীন ও লকডাউনে প্রত্যেক আইনজীবী কে দশ হাজার টাকা অনুদান দেওয়ার দাবী জানান । অনুষ্ঠান পরিচালনা করেন হাবিব ফেরদৌস শিমুল।