মাদক কারবারিদের লেলিয়ে দিলেন ওসি হাজী নাজমুল হুদা
নিজস্ব প্রতিবেদক: খুব ভাল কাজ করছেন না? আপনি আপনারটা করেছেন, আমরা কিছু করতে পারি কিনা দেখি। আপনার নামেতো ৪-৫টা মামলা আছে। সাপের মাথায় ছোবল দেন তাই না? শ্যামনগর থানার ওসি হাজী নাজমুল হুদা টেলিফোনে এভাবেই শাঁসালেন দৈনিক সাতনদী’র শ্যামনগরের নিজস্ব প্রতিবেদক আব্রাহাম লিংকনকে। আজ ১২ মে টেলিফোনে — নম্বর থেকে দুপুর ১২:৪৪ মিনিটে ১মিনিট ৫২ সেকেন্ড ধরে ওসি হাজী নাজমুল হুদা সাংবাদিক লিংকনে হুমকি ধামকি দেন।
এদিকে এ হুমকি পাওয়ার পূর্বে শ্যমনগরের একজন যুবলীগ নেতা আব্রাহাম লিংকনকে সতর্ক করে বলেন, শ্যমনগর থেকে সরে পড়েন। ওসির ইন্ধনে মাদক কারবারিরা আপনাকে খুঁজছে। তারা যে কোন সময় আপনার ওপর হামলা করতে পারে।
উল্লেখ্য, গত ১১ মে ২০২১ তারিখ রাত্র ১২.১৫ মিনিটে ভেটখালী বাজারে টেংরাখালী গ্রামের এবাদুল গাজীর পুত্র জাকির হোসেন (১৫), নেছার গাজীর পুত্র মুন্নাফ (১৩), মতিয়ার রহমানের পুত্র আব্দুর রহমান (১৭) গাঁজা ক্রয় করে বাজারের ভিতরে খেতে খেতে আসছিল। বাজারের নাইট গার্ড হযরত আলী ১ পোটলা গাঁজা সহ জাকির, মুন্নাফ, আব্দুর রহমানকে হাতে নাতে আটক করে। আটকের পর স্থানীয় রায়নগর নৌ-পুলিশে সোপর্দ করে। সকালে নৌ-পুলিশের ইনচার্জ শ্যামনগর থানাকে অবগত করলে থানা পুলিশের এসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে নৌ-পুলিশ ফাঁড়িতে আসেন। নৌ-পুলিশ ইনচার্জ কাগজের মাধ্যমে এসআই রবিউলের কাছে গাঁজার পোটলা সহ আসামিদের বুঝিয়ে দেন। পরে এসআই রবিউল স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে জাকির, মুন্নাফ, আব্দুর রহমানকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়। এই নিয়ে সাংবাদিক আব্রাহাম লিংকন “মাদকসহ তিনজনকে ছেড়ে দিল শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা” শিরোনামে ১২ মে ২০২১ তারিখে সংবাদ প্রকাশিত হয়। সংবাদের প্রেক্ষিতে ক্ষুদ্ধ হয়ে ওসি মাদক কারবারিদের হামলার নির্দেশ দিয়েছেন বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে। সূত্র সাতনদী