নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় ভূমিহীন অধ্যুষিত জনপদ নোড়ারচক-চারকুনিতে ভূমিদস্যুদের কবল থেকে উদ্ধার হওয়া খেলার মাঠটি এবার সংষ্কারের উদ্যোগ নিয়েছেন প্রকৃত ভূমিহীনরা। শনিবার সকাল থেকে স্কেভেটর মেশিনের মাধ্যমে পুরোদমে শুরু হয়েছে খেলার মাঠটিতে মাটি ভরাট ও কবরস্থান নির্মানের কাজ।
এরআগে প্রায় একযুগ ধরে ওই খেলার মাঠটি জবরদখল করে রাখে গুটি কয়েক ভূমিদস্যু। একপর্যায়ে চলতি বছরের ২৩ মার্চ ভূমিদস্যুদের উৎখাত করে মাঠটি পুনরায় দখলে নিয়ে নেন ভূমিহীনরা।
শনিবার সকালে নোড়ারচক-চারকুনি ভূমিহীন সংগ্রাম কমিটির সভাপতি আব্দুল গফফার ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের নেতৃত্বে ভূমিহীন নেতা সিরাজুল ইসলাম, আবুল হোসেন, ফিরোজুল ইসলাম, আইয়ুব হোসেন, কেনারাম মন্ডল, শহীদুল ইসলাম, মহাতাব আলী, শহীদুল ইসলাম, ফজলুর রহমান, মালেক হোসেন, নারী নেত্রী মমতাজ ও কাকলী বেগম, ভূমিহীন যুব কমিটির ইসমাইল হোসেন, ইয়াছিন আলী, সাইফুল শেখ, আলতাফ মোল্যা, ওহাব আলী, আনারুল ইসলাম, আহমেদ মোল্যা, জহুরুল ইসলাম, মনিরুল, আব্দুল্যাহ আল মামুন, ফারুক হোসেন, মারুফ হোসেন, আবুল বাশার, মামুন, ইব্রাহিম, রায়হানসহ ওই জনপদের প্রায় প্রত্যেক ভূমিহীন পরিবারের সদস্যদের উপস্থিতিতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত খেলার মাঠটি সংষ্কারের কাজ শুরু করেন নেতৃবৃন্দরা।
পূর্ববর্তী পোস্ট