নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হামলা মামলার স্বীকার হলেন পিতা,পুত্র,পুত্রবধুসহ একই পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা সদরের গাংনিয়া মাহমুদপুর গ্রামে। ঘটনা নুত্রে জানা যায়,গাংনিয়া মাহমুদপুর গ্রামের আব্দুর রশিদের পুত্র আজিজুল ইসলাম পলতা একই এলাকার সুড়িঘাটা নামক স্থানের চিহ্নিত মাদক ব্যবসায়ী একাধিক মামলার আসামী,বিজিবি হত্যার ১ নং আসামী মৃত রইচ উদ্দিনের পুত্র আব্দুস সালাম ও তার পুত্র মো. সালাউদ্দিনের নিকট ধার দেওয়া ৩৫ হাজার টাকা চাওয়াকে কেন্দ্র করে গত ২৬ই জুলাই বাদামতলা বাজারে কথাকাটাকাটি হয়।
এ ঘটনার জের ধরে সালাম ও তার পুত্র মো, হাসান,মো. হোসেন, আনারুল ঢালীর পুত্র আমির হোসেন,গোলাম বারির ছেলে কামরুল ইসলাম একই দিন রাত্র ৯ টায় আজিজুল ইসলাম পলতার বাড়িতে যেয়ে অতর্কিত হামলা চালিয়ে আহত করে পলতার স্ত্রীর গলার চেনসহ নগদ সাড়ে ৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে ৩০ জুলাই বিকাল ৫ টায় বাদাম তলা বাজারে একই ঘটনার জের ধরে আব্দুস সালাম ও তার পুত্র, মো, হাসান,মো. হোসেন, আনারুল ঢালীর পুত্র আমির হোসেন,গোলাম বারির ছেলে কামরুল ইসলাম দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে আজিজুল ইসলাম পলতার উপরে হামলা চালালে বাজারের লোকজন এসে পলতাকে উদ্ধার করে । হামলাকারীরা তাদের দেশীয় অস্ত্র চাকু ফেলে পালিয়ে যায়। পরে তারা ষড়যন্ত্র করে হামলায় আহত আজিজুল ইসলাম পলতা ও তার পিতা আব্দুর রশিদসহ কয়েকজনের নামে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দায়ের করে। এ দিকে গত ৩১ শে জুলাই আহত পলতা সাতক্ষীরা সদর থানায় এ বিষয় অভিযোগ দিতে এলে থানা পুলিশ তাকে ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার করেন বলে জানান পলতার পিতা আব্দুর রশিদ। তিনি আরো জানান, আব্দুস সালাম বিজিবি হত্যাসহ একাধিক মাদক মামলার আসামী। ট্রাকে করে মাদক নিয়ে যাওয়ার সময় আলীপুর হাটখোলায় এক বিজিবির সদস্যকে গাড়ি চাপা দিয়ে হত্যা করায় আব্দুস সালামের নামে হত্যা মামল রয়েছে। সালামসহ তার পরিবার ঐ এলাকার মাদকের গড ফাদার হিসেবে চিহ্নিত। তারা মাদক ব্যবসা করে হাকিয়েছেনে আলীসান। সালামের সাথে কথা হলে বলেন দুই চারটি চড় চাপড় মারা হয়েছে এর বেশি নয়।
পূর্ববর্তী পোস্ট