প্রেস বিজ্ঞপ্তি : সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করা হয়েছে। করোনা কালিন সময়ে সাতক্ষীরা জেলা সহ বিভিন্ন জেলায় সাংবাদিক ও সুধী জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। সাতক্ষীরা জেলাতে প্রথম ধাপে ১৭ মার্চ ২০২০ সালে করোনা মহামারী ব্যাপক আকার ধারণ করে। এ প্রাণঘাতী করোনায় অসংখ্য তাজা প্রাণ কেড়ে নেয়। প্রাণঘাতী করোনায় মৃত্যুবরণ করেন সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মহাসীন হোসেন বাবলু । সংগঠনের পক্ষ থেকে প্রাণঘাতী করোনায় যে সকল মানুষ মৃত্যুবরণ করেছে তাদের বিদেহী আত্মার মাগফেরাত ও গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করা হয়েছে। এছাড়া সম্প্রতি সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত প্রত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের সহধর্মিণী অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন… এবং যেসকল সাংবাদিকবৃন্দ ও তাদের পরিবারের সদস্যরা করোনা আক্রান্ত হয়ে আল্লাহ তায়ালার অশেষ রহমতে সুস্থ হয়ে উঠেছে। তাদের পরিবারের জন্য শুভ কামনা জানানো হয়েছে। বিশেষ করে আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ হোসেন ও তার পরিবারের সদস্যদের এবং সাংগঠনের সাবেক সভাপতি মীর মোস্তফা আলী মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সুস্থ হয়ে উঠেছে। সংগঠনের পক্ষ থেকে শুভ কামনা করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। করোনা কালিন সময়ে অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে সরকারি, বেসরকারি,বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, গনমাধ্যমকর্মী ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ হোসেন সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।
পূর্ববর্তী পোস্ট