সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গে ১ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগের দিন উপসর্গে মৃত্যুর সংখ্যা ছিল ৫।
এই একজন নিয়ে জেলায় মঙ্গলবার পর্যন্ত করোনা উপসর্গে মারা গেছেন ৮২০ জন। আর করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৯১ জন।
মারা যাওয়া ব্যক্তি হলেন, কালিগঞ্জের রতনপুরের আব্দুস সাত্তার (৯৫)।
সামেক হাসপাতাল সূত্র জানায়, মারা যাওয়া ব্যক্তি কয়েকদিন আগে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। মঙ্গলবার রাতে তিনি মারা যান।
এদিকে গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে আরো ৩৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এসময় র্যাপিড এন্টিজেন কীট ও সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ১৩৬ টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ২৫ শতাংশ। এর আগের দিন সনাক্তের হার ছিল ১৬ শতাংশ।
পূর্ববর্তী পোস্ট