নিজস্ব প্রতিবেদকঃ রিয়েল কনসেপ্ট ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট, মাদ্রাসা, স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বার্ষিক বনভোজন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
২৬ ফেব্রুয়ারি ২০২২ তারিখ শনিবার রিয়েল কনসেপ্ট ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট, মাদ্রাসা, স্কুল এন্ড কলেজ এর আয়োজনে মোজাফফর গার্ডেন (মন্টু মিয়ার বাগান বাড়ি) তে এ বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০ ঘটিকার মধ্যে পিকনিকের বাস যোগে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা মোজাফফর গার্ডেন (মন্টু মিয়ার বাগান বাড়ি) তে এসে পৌঁছায়। কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে থাকে তেলোয়াত, আযান ও ইসলামী সংগীত প্রতিযোগিতা। এ পর্বে কুরআন তেলাওয়াতে প্রথম স্থান আরাফাত হোসেন, দ্বিতীয় স্থান ফাহিম হোসেন ও তৃতীয় স্থান অধিকার করে শাফিউল্লাহ। ইসলামী সংগীতে প্রথম স্থান ফায়াত খান চৌধুরী, দ্বিতীয় স্থান আল আমিন ও তৃতীয় স্থান অধিকার করে ইফাজ। আযান প্রতিযোগিতা প্রথম স্থান সাব্বির, দ্বিতীয় স্থান তানজিদ ও তৃতীয় স্থান অধিকার করে মারুফ। এর পর যোহরের নামাজ, নামাজ শেষে খাওয়া-দাওয়া বিরতি। তৃতীয় পর্বে শিকক ও অভিভাবকদের নিয়ে মনোমুগ্ধকর গ্রাম বাংলার ঐতিহ্যবাহি সেই হাঁড়ি ভাঙ্গা খেলা। এই দুঃসাধ্য কাজ টি করেন আজমল খান চৌধুরী, আল মাহমুদ ও আবুল হোসেন। এর আগে গত বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এই ক্রীড়া প্রতিযোগিতায় ক বিভাগ লম্বা দৌড়ে প্রথম স্থান মুত্তাসিম, দ্বিতীয় স্থান মারুফ ও তৃতীয় স্থান অধিকার করে নাইম। খ বিভাগে লম্বা দৌড়ে প্রথম স্থান হোসাইন রাফি, দ্বিতীয় স্থান তামিম ও তৃতীয় স্থান অধিকার করে সাদমান । মেয়েদের দৌড়ে প্রথম স্থান ফারহানা, দ্বিতীয় ছাবিকুননাহার ও তৃতীয় স্থান অধিকার করে রোকাইয়া। মোরগ লড়াই ক বিভাগ প্রথম স্থান সাব্বির, দ্বিতীয় স্থান মারুফ ও তৃতীয় স্থান অধিকার করে শাফিউল্লাহ। খ বিভাগে প্রথম স্থান তামিম দ্বিতীয় স্থান সাদমান ও তৃতীয় স্থান অধিকার করে মুশফিক। চেয়ারসেটিং প্রতিযোগিতায় প্রথম স্থান কারিবের মা, দ্বিতীয় স্থান আল আমিনের মা ও তৃতীয় স্থান অধিকার করে কাজী আবদুল্লাহ সাজিদের মা। চতুর্থ পর্বে পুরুস্কার বিতরণ। পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ কাজী আবদুল্লাহ শাহিন, জনতার মিছিল পত্রিকার সম্পাদক শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন, জনতার মিছিলের নিজস্ব প্রতিবেদক মোঃ জাকির হোসেন, আবদুল্লাহ , শাহানুর আজমল খান চৌধুরী জাকির হোসেন, আবুল হোসেন প্রমুখ।নম্র ভদ্র শিক্ষার্থী হিসেবে পুরুস্কারটি পান জনতার মিছিল পত্রিকার সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন এর একমাত্র ছেলে আল শাহরিয়ার নাফিস সেজন । পুরুস্কার বিতরণের মধ্য দিয়ে সমস্ত দিনের কার্যক্রমের সমাপ্তি হয়।
পূর্ববর্তী পোস্ট