মাসুদুল আলম নিজস্ব প্রতিনিধিঃ পরিচ্ছন্ন,করোনা সংক্রমন ও বিশ্ব নবীর ম্যাসেজের আলোকে আত তহুরু ছতরুল ঈমান (পবিত্রতা ঈমানের অঙ্গ) মানিক নগর সামাজিক ফাউন্ডেশন নিজ গ্রাম কে নবরুপে সাজানোর মূল মন্ত্রে উজ্জীবিত। রোজ বুধবার সকাল থেকে শুরু হয় সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার মানিক নগর গ্রামের, মানিক নগর সামাজিক ফাউন্ডেশনের নিঃস্বার্থ কার্যক্রম।কার্যনির্বাহি পরিষদ অথ্যয়নে যুবকরা যখন মাদকের হাতকড়ায় বন্ধি ঠিক তখনি মাদকের ঠোঙায় লাথি দিয়ে নিজ গ্রামকে ঝলমল করতে এলাকা গ্রাম পাড়া মহল্লাকে নতুন সাঁজে সাজাতে বৃহৎ এক প্রোজেক্ট হাতে নিয়েছে এই সংগঠনের নেতা কর্মিরা।যার আনুমানিক ব্যয় হবে প্রায়,,২০০০০০০ বিশ লক্ষ টাকার মতো বলে জানিয়েছে সংগঠনের প্রতিষ্ঠাতা প্রবাসি সাইদুর খান ৷যেখানে থাকবে রাস্তার চারপাশ পরিস্কার পরিচ্চন্ন গাছে সাদা চুন সুরকি রং লাগানো কবরস্থান পরিস্কার পরিচ্ছন্ন সহ বৃক্ষ রোপণ অভিযান৷পাশাপাশি থাকবে গ্রামের মোড়ে মোড়ে অত্যাধুনিক ঊচ্চমানের লাইটিংয় এবং সিসি কামেরা বসানো৷ধাপে ধাপে আমরা এই প্রোজেক্টটি সম্পন্য করবো ইনশাআল্লাহ৷ ১৮ রমজান রোজা থেকে প্রথম ধাপে আজ থেকে পরিস্কার পরিচ্ছন্ন ও গ্রাম সৌন্দয্যের কাজ শুরু হয়।
কাজগুলো বাস্তবায়ন ও সফল করতে ভ্যানগার্ড পরিশ্রমী কর্মী উদ্যোমী তরুন স্বপ্নবাজ আলামিন হোসেন, মোঃকামরান হোসেন,আসিফ খান, হুমায়ন হোসেন, রিপন হোসেন,,তৌহিদুজ্জামান, আমিরুল ইসলাম, নয়ন দফাদার, ডাক্তার কূদ্দুস, নাইম হোসেন, রাজু হোসেন,শাহিন হোসেন, মিকাইল ইসলাম,খাইরুল ইসলাম, নাজমুল, শরিফুল ইসলাম,শামিম আকতার,মোর্শেদ,জাহিদ সহ আরোও অনেকেই৷
সকল বৈষম্য দুরে ঠেলে দিয়ে এখানে উপস্থিত থেকে কর্মসূচীরি কাজগুলো আনুষ্ঠানিক ভাবে শুরু করেন,,মানিকনগর সামাজিক ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা শিক্ষক আব্দুল মজিদ স্যার,শিক্ষক মাষ্টার আলমগীর কবির,জনপ্রতিনিধি বিশিষ্ট সমাজ সেবক মোসলেম আলী মেম্বর,,শিক্ষক সত্য মাষ্টার ও শিক্ষক সিরাজুল ইসলাম।সমগ্র বিষয়ে মনিটরিং করেন প্রতিষ্ঠাতা মালয়েশিয়া প্রবাসি সাইদুর খান ও সভাপতি মোঃ করিম ইসলাম।