আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা:
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল এর আয়োজনে সাতক্ষীরা জেলা রোভারের বাস্তবায়নে ৩৫৪ তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স ক্যাম্প ফায়ার ও সনদপত্র বিতরণ এর মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। সোমবার ১৬ মে সন্ধ্যায় নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটে এই ৫ দিনব্যাপী এই কোর্সে সমাপ্ত করা হয়। কোর্সের সমাপ্তি ঘোষণা করেন কোর্স লিডার ও খুলনা বিভাগীয় প্রতিনিধি শহিদুল ইসলাম (এল টি)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কোর্সের প্রশিক্ষক যথাক্রমে আফরোজ সরকার, ফাতেমা-তুজ-জোহরা, ইমদাদুল হক, ইয়াসিন আলি, এ এস এম আব্দুর রশিদ, এস এম আসাদুজ্জামান, তানভীর হোসেন, সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের রোভার নেতা আবদুল্লাহ আল মামুনসহ সাতক্ষীরার বিভিন্ন কলেজের রোভার নেতা ও সিনিয়র রোভার মেট বৃন্দ।