সাতক্ষীরা প্রতিনিধি ঃ
সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন হিন্দুধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথ প্রভু সংঘ সাতক্ষীরার আয়োজনে এ উপলক্ষে শুক্রবার বিকেল সাড়ে চার টায় পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ির নাটমন্দিরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রধান অতিথির বক্তব্য দেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি।
আলোচসভা শেষে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে মায়ের বাড়ি থেকে রথযাত্রাটি বের হয়। এতে কয়েক হাজার নারী, পুরুষ ও শিশুরা অংশ গ্রহণ করে বিভিন্ন বাদ্যযন্ত্র, শঙ্খ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে আনন্দ উল্লাস করতে করতে রথের দড়ি টানতে শুরু করেন। র্যালিটি সাতক্ষীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো মায়ের বাড়িতে গিয়ে শেষ হয়। আগামি ৯ জুলাই উল্টো রথের মধ্য দিয়ে শেষ হবে নয় দিন ব্যাপি রথযাত্রার অনুষ্ঠান।
জেলা মন্দির সমিতির সহ-সভাপতি গোষ্ট বিহারী মন্ডলের সভাপতিত্বে রথযাত্রা পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জেলা মন্দির সমিতির সহসভাপতি বিএনপি নেতা অ্যাড. সোমনাথ ব্যাণার্জী, ইস্কন মন্দিরের অধ্যক্ষ কৃষ্ণ দাস ব্রহ্মচারি, প্রাণনাথ দাস, বিকাশ দাস, আনন্দ মোহর সরকার, নিত্যানন্দ আমিন, পলাশ দেবনাথ ,রণজিৎ সরকার, সুজন সরকার প্রমুখ।
হিন্দু নেতারা বলেন, শ্রী শ্রী জগন্নাথ দেব এর রথযাত্রা একটি হিন্দু পরম্পরা। দেশ ও জাতির কল্যাণে যুগযুগ ধরে এ রথযাত্রা পালিত হয়ে আসছে। তবে মহামারী করোনার কারণে দুই বছর ধরে এ অনুষ্ঠান করা সম্ভব হয়নি। এক সময় ভারতের উড়িষ্যা রাজ্যের পুরীতে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রাকে নিয়ে ঐতিহ্যবাহি রথযাত্রা শুরু হলেও তা আজ বিশ্বের বিভিন্ন দেশে সাড়ম্বরে পালিত হচ্ছে। এদিকে, সাতক্ষীরার সাত উপজেলার বিভিন্ন স্থানেও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
পূর্ববর্তী পোস্ট