মোঃ আকবর হোসেন, তালাঃ
সাতক্ষীরা তালায় মাননীয় প্রধানমন্ত্রীর কর্তৃক, ১০০ পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে ৷
সারা দেশের ন্যায়, বৃহস্পতিবার(২১ জুলাই) তালা উপজেলা প্রশাসনের আয়োজনে, শিল্পকলা একাডেমীতে, গৃহ হস্তান্তর শুভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির ৷ প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড, মুস্তফা লুৎফুল্লাহ ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস, সহকারী কমিশনার ভূমি মোঃ রুহুল কুদ্দুস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার এর সঞ্চলনায় আরও উপস্হিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী, তালা থানার ওসি (তদন্ত) মোঃ আবুল কালাম আজাদ, সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়াদ্দার, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ ও জেলা বাকসীস এর সভাপতি মোঃ এনামুল ইসলাম, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, পল্লিবিদ্যুৎ এর এজিএম লিটন চন্দ্র দে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়াদুল হক, উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদারসহ উপজেলার সকলস্তরের কর্মকর্তাবৃন্দ, সকল ইউপি চেয়ারম্যান ও মেম্বরগন, সাংবাদিকবৃন্দসহ উপকারভোগীরা উপস্হিত ছিলেন ৷
উল্লেখ্য, তালা উপজেলায় ২১ জুলাই ১০০ পরিবারসহ ১ম,২য় এবং ৩য় পর্যায়ে সর্বমোট ৩১০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে এ ঘর প্রদান করা হয়েছে ৷ গনভবন থেকে সরাসরি সম্প্রচার অনুষ্ঠান ভিডিও প্রজেক্ট এর মাধ্যমে দেখানো হয়েছে ৷
পূর্ববর্তী পোস্ট