নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলায় মাছের মোট উৎপাদন ১ লক্ষ ৪৩ হাজার
৫৭০ মেট্রিক টন। জেলায় মোট ২০ লাখ ৭৯ হাজার ৮৮৪ জন জনসংখ্যার বিপরীতে
মাছের চাহিদা রয়েছে ৪৭ হাজর ৮২৭ মেট্রিক টন। মৎস্য অধিদপ্তরের সার্বিক
সহযোগীতায় জেলার চাহিদা মিটিয়ে ৯৫ হাজার ৭৪৩ মেট্রিক টন উদ্বৃত্ত মাছ
উৎপাদন করছে মৎস্য চাষী ও খামারিরা। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনে
সহযোগীতা এবং চিংড়ীতে অপদ্রব্য ব্যবহার প্রতিরোধে বিভিন্ন সময় অভিযান
পরিচালনা করে ১৮৬৩ কেজি চিংড়ী বিনষ্টসহ আইনি ব্যবস্থা গ্রহন করেছে
সাতক্ষীরা মৎস্য অধিদপ্তর। মানব দেহে আমিষের চাহিদা পুরুনে জাতীয়ভাবে
মৎস্য উৎপাদনে গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে সাতক্ষীরা।
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে শনিবার (২৩ জুলাই) বেলা ১২ টায়
জেলা মৎস্য অফিসের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা
মৎস্য কর্মকর্তা মো. আনিছুর রহমান। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি
সাতক্ষীরার আয়োজনে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা
প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সিনিয়র সাংবাদিক কল্যাণ
ব্যানার্জি, বিটিভির জেলা প্রতিনিধি মো. মোজাফ্ফার রহমান, জেলা মৎস্য
অফিসের সিনিয়র সহকারী পরিচালক হাদিউজ্জামান, এল্লারচর চিংড়ী প্রদর্শনী
খামারের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইছাক আলী, ৭১ টিভির বরুণ
ব্যানার্জী, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুজ্জামান, সহকারি
মৎস্য অফিসার মো. লুৎফর রহমান প্রমুখ। এসময় সেখানে বিভিন্ন গণমাধ্যম
কর্মীরা উপস্থিত ছিলেন।
“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”এই স্লোগানকে সামনে রেখে এ
বছর স্বস্থ্য বিধি মেনে আজ শনিবার থেকে আগামী ২৯ জুলাই শুক্রবার পর্যন্ত
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচি গ্রহন করা
হয়েছে। এর মধ্যে রয়েছে র্যালী, আলোচনা সভা ও সাতক্ষীরা পৌর দীর্ঘিসহ
বিভিন্ন উন্মুক্ত জলাশায়ে পোনা মাছ অবমুক্তকরণ।