সাতক্ষীরা প্রতিনিধি ঃ “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা, পুরষ্কার বিতরনী ও মাছের পোনা অবমুক্ত করনসহ নানা কর্মসুচি পালিত হয়েছে। এ উলক্ষ্যে রবিবার সকাল ১০ সদর উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্প একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, উপজেলা নির্বাহি অফিসার ফাতেমা তুজ জোহরা, সমাজ সেবক ডাঃ আবুল কালাম বাবলা, জাতীয় মৎস্য সমিতি সদর উপজেলা শাখার সভাপতি মোখলেছুর রহমান সরদার প্রমুখ। অনুষ্ঠান শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান।
আলোচনা সভা শেষে ৫ জন মৎস্যচাষীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। এরপর সাতক্ষীরা শহরের পৌর দীঘিতে মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি বৃন্দ।
অনুষ্ঠানে জানানো হয়, জেলায় মাছের মোট উৎপাদন ১ লক্ষ ৪৩ হাজার ৫৭০ মেট্রিক টন। জেলায় মোট ২০ লাখ ৭৯ হাজার ৮৮৪ জন জনসংখ্যার বিপরীতে মাছের চাহিদা রয়েছে ৪৭ হাজর ৮২৭ মেট্রিক টন। মৎস্য অধিদপ্তরের সার্বিক সহযোগীতায় জেলার চাহিদা মিটিয়ে ৯৫ হাজার ৭৪৩ মেট্রিক টন উদ্বৃত্ত মাছ উৎপাদন করছে মৎস্য চাষী ও খামারিরা। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনে সহযোগীতা এবং চিংড়ীতে অপদ্রব্য ব্যবহার প্রতিরোধে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে ১৮৬৩ কেজি চিংড়ী বিনষ্টসহ আইনি ব্যবস্থা গ্রহন করেছে সাতক্ষীরা মৎস্য অধিদপ্তর। মানবদেহে আমিষের চাহিদা পুরনে জাতীয়ভাবে মৎস্য উৎপাদনে গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে এ জেলা।
পূর্ববর্তী পোস্ট