হারুন-অর-রশিদ, কালিগঞ্জ প্রতিনিধি ঃ নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে কালিগঞ্জ উপজেলায় উদ্বোধন অনুষ্ঠান, বর্ণাট্য র্যালি, আলোচনা সভা ,মাছের পোনা অবমুক্ত ও শ্রেষ্ঠ মৎস্য চাষীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ২৪ জুলাই রবিবার সকাল ১১ টায় উপজেলা প্রাঙ্গণ থেকে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে , পরে উপজেলা পরিষদ পুকুরে অবমুক্ত করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চিংড়ি চাষ সম্প্রসারণ কালিগঞ্জ আঞ্চলিক মৎস্য কর্মকর্তা বিপুল কুমার বসাক, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ হালিমুর রহমান, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, অনুষ্ঠানে অন্যের মধ্যে বক্তব্য রাখেন মসজীবী সমিতির বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মৎস্য চাষি মশিউর রহমান, স্বরচিত কবিতা পাঠ করেন কবি আবু হোসেন ঢালী প্রমূখ। জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে কালীগঞ্জ উপজেলায় তিন জন শ্রেষ্ঠ মৎস্য চাযীকে সম্মাননা ক্রেস্ট পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ মৎস্য চাষিরা হলেন শেখ মশিউর রহমান, মোতালিব হোসেন, ও মোহাম্মদ মশিউর রহমান। এবছর জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে কালীগঞ্জের তারালিতে অবস্থিত এসিআই এগ্রোনীল লিমিটেড জাতীয়ভাবে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে। এছাড়া সাতক্ষীরা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্য চাষী উপজেলার ধবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা মোঃ রেজাউল ইসলাম পুরস্কারে ভূষিত হয়েছে। উল্লেখ্য ২০২১ সালে কালীগঞ্জ উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কেন্দ্রীয়ভাবে জাতীয় শ্রেষ্ঠ উপজেলা পুরস্কার পেয়েছিল। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কর্মসূচির মধ্যে রয়েছে ২৫ জুলাই সকাল ১১ টায় উপজেলার রতনপুর ইউনিয়নের শিবপুর প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষী ও মৎস্য জিবিদের সাথে মতবিনিময়। ২৬ জুলাই বিভিন্ন হাটবাজারে সুবিধামতো সময়ে চিংড়িতে ফুস পুশ বিরোধী অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা।২৭ জুলাই সকাল ১১ টায় ভাত শিমলা ইউনিয়নের কুকোডাঙ্গা মোস্তফার মাছ চাষ বিষয়ে বিশেষ পরামর্শ সেবা প্রদান পুকুরের মাটি ও পানি পরীক্ষা। ২৮ জুলাই মৌতলা ইউনিয়ন পরিষদে সুফলভোগীদের প্রশিক্ষণ। ও ২৯ জুলাই সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
পূর্ববর্তী পোস্ট