নিজস্ব প্রতিনিধি: দেবহাটায় মাদক রোধে নিয়মিত অভিযান পরিচালনা ও গ্রেপ্তারের পাশাপাশি মাদকের কুফল জনসম্মুখে তুলে ধরে পাড়া মহল্লায় জনসচেতনতা সৃষ্টি করছে থানা পুলিশ। এতে করে একদিকে দিনদিন মাদকের ব্যবহার ও বিকিকিনি হ্রাস পাচ্ছে, অন্যদিকে মাদকের বিস্তাররোধে করনীয় এবং কুফলগুলো জানতে পারায় সাধারণ মানুষের মাঝে মাদক বিরোধী সচেতনতাবোধ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন হাট বাজার থেকে শুরু করে যেসকল পল্লীতে আগে মাদকের বিকিকিনি হতো সেসব পাড়া মহল্লায় গিয়ে অভিযানের পাশাপাশি মাদক বিরোধী সৃষ্টি করছেন পুলিশ সদস্যরা। এরই ধারাবাহিকতায় সোমবার সখিপুর ঋষি পল্লীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা ও সচেতনতা ক্যাম্পেইন করেন দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, এসআই আসিফ মাহমুদসহ থানা পুলিশের একটি টিম। এসময় মাদকের বিকিকিনি বন্ধসহ মাদকের আগ্রাসনে জড়িয়ে না পড়ার জন্যও ওই পল্লীর শিশু, যুবক, নারী, বয়ঃবৃদ্ধদের সচেতন করেন তারা। আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা গতে তুলতে পারলে মাদক রোধে আরোও সফলতা আসতে পারে বলে অভিমত পুলিশের। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, মাদক রোধে প্রতিদিনই আমাদের অভিযান চলছে। গ্রেপ্তার করা হচ্ছে মাদক কারবারে জড়িতদের। কিন্তু কেবলমাত্র আইনের কঠোরতা দিয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সহজ। আমরা মাদক কারবারিদের গ্রেপ্তারের পাশাপাশি সচেতনতা সৃষ্টির মাধ্যমে মাদকের চাহিদা কমাতে অর্থাৎ মাদকসেবীর সংখ্যাও হ্রাস করতে আপ্রান চেষ্টা করছি।
পূর্ববর্তী পোস্ট