খেশরা প্রধান শিক্ষক পরিমল পাঠকের বিরুদ্ধে আর্থিক দূর্ণীতি ও অনিয়মের লিখিত অভিযোগ
মোঃ আকবর হোসেন,তালাঃ
সাতক্ষীরা তালায় ১৩৩ নং পশ্চিম খেশরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,পরিমল পাঠকের আর্থিক দূর্ণীতি ও অনিয়মের বিরুদ্ধে, জেলা শিক্ষা অফিসার ও তালা ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেছেন অভিভাবকসহ এলাকাবাসি ৷
লিখিত অভিযোগে জানা যায়, প্রধান শিক্ষক পরিমাল পাঠক ১৫ আগষ্ট সরকারী বাজেট পাওয়ার পরেও কোন টাকা খরচ না করে পুরো অর্থ আত্নসাত করেন, স্কুলের স্লিপসহ বরাদ্ধকৃত অর্থ আত্নসাত, জাতীয় দিবসগুলো যথা নিয়মে পালন না করা, স্কুলে নিয়মিত না এসে হাজিরা খাতায় স্বাক্ষর করা, স্কুল চলাকালীন হাজিরা খাতায় স্বাক্ষর করে ব্যক্তিগত কাজে চলে যাওয়া, কারো কোন বিষয় গুরত্ব না দেওয়াসহ নানাবিধ অভিযোগ করা হয়েছে ৷
এ বিষয়ে অভিযুক্ত প্রধান পরিমাল পাঠক অভিযোগ অস্বিকার করে বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট ৷
এ বিষয়ে তালা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান জানান, আমি বিষয়টি জানিনা, আগামী কাল লিখিত কপি পেলে বিষয়টি দেখা হবে ৷
অভিভাবকসহ এলাকাবাসি, প্রধান শিক্ষক পরিমাল পাঠকের দূর্ণীতি ও অনিয়মের বিষয়ে সঠিক তদন্ত পূর্বক, তার বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্হা গ্রহনের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের সূদৃষ্টি কামনা করেছেন