সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার উন্নয়ন এবং জনগূরুত্বপূর্ণ
বিষয়ে বিভিন্ন কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ আগস্ট) বেলা
১১টায় পৌরসভার কনফারেন্স রুমে সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ
চিশতি’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
সাতক্ষীরা পৌরসভার প্রধান উপদেষ্টা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ- কমান্ডো
০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে
এমপি রবি বলেন, “সাতক্ষীরা পৌরসভার নাগরিক সেবার মান উন্নত করতে হবে।
সাতক্ষীরা পৌরসভার বেহাল দশা পৌরবাসীর কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ কষ্ট
থেকে মুক্তি দিতে পৌরবাসীর চাওয়া পাওয়া পূরণ করতে হবে। সাতক্ষীরা পৌরসভার
সৌন্দর্য্য ও শোভা বদ্ধনে ও পৌরসভার সামগ্রীক উন্নয়ন কর্মকান্ড দ্রুত
শুরু করতে হবে। আগামী নভেম্বর-ডিসেম্বর সাতক্ষীরা পৌরসভার উন্নয়নে
জার্মান সরকার প্রদত্ত কেএফ ডব্লু প্রকল্পের টেন্ডার কার্যক্রম শুরু হবে।
সাতক্ষীরা পৌর এলাকার সকল রাস্তা নির্মাণ করতে হলে সাথে অবশ্যই ড্রেণেজ
ব্যবস্থা রাখতে হবে। সাতক্ষীরা পৌর এলাকাকে টোটাল ড্রেণেজ ব্যবস্থার
আওতায় আনতে হবে এবং ড্রেণেজ ব্যবস্থাকে দু’টি ভাগে ভাগ করে মরিচ্চাপ ও
বেতনা নদীর সাথে ড্রেণেজ ব্যবস্থার মাধ্যমে জলাবদ্ধতা দূরীকরণে পানি
অপসারণ করা হবে। এই প্রকল্পের কাজ হলে সাতক্ষীরা পৌরসভার চেহারাই পাল্টে
যাবে।”
আলোচনা সভায় শহরের মীর মহলের পাশ দিয়ে টাউন স্পোটিং ক্লাব হয়ে শিল্পী
চক্র পর্যন্ত সড়কটি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির মাতা
মেহেরুন্নেছার নামে নামকরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। সাতক্ষীরা পৌরসভার
অনূকূলে মন্ত্রণালয় থেকে পৌর এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদে করার ব্যাপারে
নির্দেশনা। সাতক্ষীরা প্রাণসায়ের খালের সৌন্দর্য্য বদ্ধনে দ্রুত কাজ শুরু
করা। শহর সম্প্রসারণ করার উদ্যোগ। জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির
সভায় সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল লাবসা অথবা ছয়ঘরিয়া এলাকায়
স্থানান্তর করা হবে এবং যান জট নিরসনে পরিবহন কাউন্টারগুলি শহরের বাহিরে
স্থানান্তরের সিদ্ধার্ন্ত দ্রুত বাস্তবায়ন করা হবে। এসময় “গ্রামীণ
অবকাঠামো রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কমিটির সভা, “মানবিক সহায়তা কর্মসূচি
কমিটির সভা, “পৌর এলাকার দোকান বরাদ্দ কমিটির সভা, “পৌরসভা ভিজিএফ কমিটির
সভা ও পৌরসভা হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির সভায় সাতক্ষীরা পৌরসভার
অনূকূলে উন্নয়ন এবং জনগূরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধার্ন্ত
গৃহীত হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী
কর্মকর্তা নাজিম উদ্দিন, প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, পৌরসভার কমিটির
উপদেষ্টা অধ্যাপক মোজাম্মেল হোসেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল
করিম, পৌরসভার সচিব মো. লিয়াকত আলী, প্যানেল মেয়র শেখ আনোয়ার হোসেন মিলন,
রাবেয়া পারভীন, পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, পৌরসভার
৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক-উদ-দৌলা সাগর, ১নং ওয়ার্ড কাউন্সিলর মো.
কায়ছারুজ্জামান হিমেল, ০৬ নং ওয়ার্ড কাউন্সিলর মারুফ আহমেদ, ৭নং ওয়ার্ড
কাউন্সলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ৮নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম
বাবু, ১,২ও৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নুরজাহান বেগম নুরী ও ৪,৫ ও
৬নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডলসহ সাতক্ষীরা পৌরসভার
বিভিন্ন কমিটির সদস্য, কর্মকর্তা ও পৌরসভার কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।