নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে টানা তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে ক্লাস ও আন্দোলন করছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে আহ্বান জানিয়েছেন জেলা শিক্ষা অফিসার। মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুন ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে পরিদর্শনে যান এবং শিক্ষার্থী, প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সাথে আলোচনা করেন। শিক্ষার্থীদের ক্লাসে নিয়ে মতবিনিময়কালে প্রধান শিক্ষককে লাঞ্চিত ও মারধরের ঘটনা নিয়ে সকলের মতামত শোনেন। মতবিনিময়কালে জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুন বলেন, খুব দ্রুতই এটার সমাধান করা হবে। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও জেলা প্রশাসকের সাথে এসব বিষয়ে কথা হয়েছে। আপনারা ক্লাস করেন সবকিছু আগের মত ঠিক হয়ে যাবে। তিনি আরো বলেন, আপনাদের হেড স্যার আপনাদের কাছেই থাকবে। মাঝখানে যে সাময়িক সমস্যাগুলো দ্রুত সমাধান হয়ে যাবে। আপনারা ক্লাস থেকে বঞ্চিত হলে সাধারণ শিক্ষার্থীদের সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। আপনারা অনেক সচেতন শিক্ষার্থী আপনার ক্লাস শুরু করেন সমস্যা খুব দ্রুতই ঠিক হয়ে যাবে। পরে আলোচনা সভায় ম্যানেজিং কমিটির সদস্যরা বলেন প্রধান শিক্ষকের মারধর বা বহিষ্কারের কোন রেজুলেশন হয়নি। রেজুলেশন খাতা নিয়ে হাতাহাতি হয়েছিল। শিক্ষার্থীদের স্বার্থে আমরাও চাই দ্রুত সমাধান হোক। ম্যানেজিং কমিটির সাথে আলোচনা সভায় জেলা শিক্ষা অফিসার আরো বলেন প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির সাথে আলোচনা করে বিষয়টি দ্রুত সমাধান করা হবে।