কালিগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগষ্ট) সকাল ১০ টায় উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, থানার চৌকস অফিসার ইনচার্জ মোহাম্মাদ হালিমুর রহমান বাবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসান, উপজেলা জাতীয় পাটির সভাপতি মাহবুবুর রহামন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ, কালিগঞ্জ প্রেসক্লাবের প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিজিবি ক্যাম্পের প্রতিনিধিগন, গনমাধ্যমকর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময়ে আইন শৃংখলা বিষয়ে বক্তব্যে থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ হালিমুর রহমান বাবু বলেন আমি যোগদান করার পর হতে কালিগঞ্জ থানা এলাকায় সার্বিক আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে স্বচেষ্ট আছি এবং থাকবো। বর্তমানে থানা এলাকার ১২ টি ইউনিয়নে বিট পুলিশের মাধ্যমে আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে ব্যাপক চেষ্টা অব্যাহত রেখেছি। বাল্যবিবাহ ও সন্ত্রাস, মাদক ও ইভটিজিং প্রতিরোধে থানা পুলিশ জিরো টলানেন্সে।
পূর্ববর্তী পোস্ট