নিজেস্ব প্রতিবেদকঃ
সাতক্ষীরা তালা জালালপুর কৃষ্ণকাটি মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানিজিং কমিটির নির্বাচনে ব্যালট ছিনতায়ের ঘটনা ঘটেছে৷ এ ঘটনায় ১জনকে আটক করেছে তালা থানা পুলিশ ৷
ঘটনার বিবরনে, তালা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান জানান, শনিবার( ০৩ সেপ্টেম্বর) জালালপুর কৃষ্ণকাটি মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানিজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়৷ সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোগ গ্রহন অনুষ্ঠিত হয়, দুটি প্যানেলে ভোট হয়, এর মধ্যে বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ মোড়লের পুরো প্যানেলকে পরাজিত করে, বিজয় লাভ করেন নাজমুল হুদা খোকনের প্যানেল ৷ ভোট গ্রহন শেষে রেজাল্ট ঘোষনা করা হয়, ব্যালট পেপার সীলগালা করে সংরক্ষন করার জন্য উক্ত বিদ্যালের প্রধান শিক্ষক অশোক সীল নিকট জমা করার সময়, পরাজিত পাটির লোকজন ব্যালট পেপারের ১ বান্ডেল ছিনতাই করে নিয়ে যায়, পুলিশের হস্তক্ষেপে ব্যালট পেপারের ছিড়া অংশ উদ্ধার করা হয় ৷ এসময় কৃষ্ণকাটি গ্রামের তৌহিদুল নামের এক ব্যক্তিকে আটক করা হয়৷ শিক্ষা কর্মকর্তা আরও বলেন, বিষয়টি তালা থানায় লিখিত অবহিত করা হয়েছে৷
স্হানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম গাজী, উক্ত স্কুলের নবাগত ম্যানিজিং কমিটির সদস্য মাহাবুবুর শেখ, রুহুল আমিন গাজী, সাবেক ইউপি মেম্বর ও স্কুলের সহ সভাপতি আতিয়ার রহমান মোড়লসহ এডহক কমিটির সভাপতি নাজমুল হুদা অভিযোগ করে বলেন, পরাজিত প্যানেল এর প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ মোড়লের এর নেতৃত্বে ফাহিম, ফয়সাল,আকবর, ইমান, মান্নান,সুকেশ এবং সংকর দাশ ব্যালট ছিনতাই করে ৷
উক্ত বিদ্যালের প্রধান শিক্ষক অশোক সীল জানান, ব্যালট পেপার ছিনতাই হয়েছে এটা সত্য, প্রিসাইডিং অফিসার এর নিকট হতে ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায় ৷
তালা থানার ওসি তদন্ত মোঃ আবুল কালাম আজাদ সত্যতা স্বীকার বলেন, তৌহিদুল গাজী নামের ১জনকে আটক করা হয়েছে ৷