মোঃ আকবর হোসেন,তালাঃ
সাতক্ষীরা জেলার তালা উপজেলায় ২০২২ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৩ হাজার ৬শ ৭ জন৷ পরীক্ষায় অংশগ্রহন করেছে ৩হাজার ৫শত ৪৪ জন, অনুপস্হিত রয়েছে ৬৩ জন৷
সারাদেশের ন্যায় তালা উপজেলায় বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) শুরু হয়েছে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) সমমানের পরীক্ষা। সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির এর স্বাক্ষরিত এক গন বিজ্ঞপ্তিতে এবছর পরীক্ষা চলাকালীন সময়ে, ১২ সেপ্টেম্বর হতে ০২ অক্টোবর ২২ পর্যন্ত, সকল কোচিং বন্ধ রাখা এবং পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্র ও ভেনুর ৪০০ গজের মধ্যে ফটোকপি ও মোবাইলের দোকান বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয় ৷
তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমী সুপারভাইজার প্রভাষ কুমার দাশ জানান, এবছর তালা উপজেলার মোট ৮টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয় ৷ এর মধ্যে তালা বিদে সরকারী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষায় অংশগ্রহন ৬৮৬ জন, অনুপস্হিত ৫ জন৷ তালা শহীদ আলী আলী আহম্মদ সরকারী বালিকা বিদ্যালয়ে পরীক্ষায় অংশগ্রহন ৫০৩ জন, অনুপস্হিত ৪ জন,
কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরীক্ষায় অংশগ্রহন ৪১৭, অনুপস্হিত ৩জন, আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে ৬৪৬ ,অনুপস্হিত ১১জন, খলিশখালী মাগুরা এস,সি কলেজিয়েট স্কুলে ৪৩১ অনুপস্হিত ৭ জন, সুভাসিনি মাধ্যমিক বিদ্যালয়ে ২৯১, অনুপস্হিত ৫ জন, এছাড়া দাখিল পরীক্ষায় পাটকেলঘাটা আল-আমিন ফাজিল মাদ্রাসায় ৩০৫,অনুপস্হিত ৮জন ও তালা ফাযিল মাদ্রাসায় ২৬৫, অনুপস্হিত ২০ জন। সর্বমোট ৬৩ জন অনুপস্হিত ৷ এর মধ্যে স্কুল পর্যায়ে ৩৫ জন এবং মাদ্রাসায় ২৮ জন ৷