মাছুম বিল্লাহ:
সাতক্ষীরা তুফান কম্পানীর জনক মরহুম ডাঃ মোসলেম সাহেবের ৩য় পুত্র বিশিষ্ট সমাজ সেবক ডাঃ আবুল কালাম বাবলা পরিচালনা করছেন। আবুল কালাম বাবলা তার ঐতিহ্যবাহী তুফান ডেন্টাল ক্লিনিকে সুনামের সহীত দীর্ঘ সময় ধরে মানুষের সেবা দিয়ে আসছেন।উক্ত প্রতিষ্ঠানটি ৯০ বছরে পর্দাপণ করেছেন।
বর্তমানে অত্র প্রতিষ্ঠানের পরিচালক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা সবসময় মানব সেবায় নি:স্বার্থভাবে সম্পৃক্ত রয়েছেন।বাবার দেখানো পথ ও মানব কল্যানের দৃষ্টান্ত নির্দশন হিসাবে আকড়ে ধরে রেখেছেন অদ্যবধি পর্যন্ত। যে কোন প্রতিকুল সময় মানব কল্যানে রয়েছে তার অসামান্য অবদান।যেমন ২০০০ সালের ভয়াবহ বন্যায় যশোরের শর্শা, বাগআচড়া,সাতক্ষীরা জেলার কলারোয়া,দেবহাটা বন্যা কবলিত মানুষের মাঝে সুপিয় পানি সরবরাহ এবং বানভাসি মানুষের মাঝে রান্না করা খাদ্য সরবরাহ করেছে তিন মাসের ও অধিক সময় ধরে।শুধু তাই নয় যেখানেই মানুষের সমস্যা সেখানে ছুটে চলা এবং এই ব্যক্তির সার্বিক সহযোগিতা ও আপ্রাণ চেষ্টায় নিবিদিত থাকেন মানুষের কল্যানে। বর্তমানে তুফান ডেন্টাল ক্লিনিকে (বিডিএস) ডেন্টাল সার্জন ও ডেন্টাল টেকননোলজিস্টসহ মোট ৩০ জন কর্মরত আছেন।এ সম্পর্কে ডাঃ আবুল কালাম বাবলা বলেন,যারা এখানে চিকিৎসা নিতে আসছেন তাদের মধ্যে হতে অসহায় গরিবের নামমত্র আর্থের মাধ্যমে সেবা দিচ্ছেন এবং সরকারের সকল নিয়ম নীতি মেনে তুফান কম্পানির সকল প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে।
পূর্ববর্তী পোস্ট