মীর ইমরান মাহমুদঃ
সাতক্ষীরার তালায় ঋণ দেওয়ার কথা অগ্রীম প্রায় ১ লক্ষ টাকার সঞ্চয় গ্রহনের ২ মাস অতিবাহিত হলেও ঋণ কিংবা মূল টাকা ফেরৎ নাদিয়ে স্ব-স্ত্রীক অফিসে ডেকে টাকা না দিয়ে উল্টো তাকে শারিরীকভাবে লাঞ্ছিত করেছে বলে থানায় অভিযোগ হয়েছে।
ঘটনার শিকার উপজেলার মাছিয়াড়ার মৃত ছহিল উদ্দীন গাজীর ছেলে রবিউল গাজী জানান, তালার শাহাপুরস্থ ব্র্যাক শাখার মাঠ সংগঠক জনৈক আসলাম হোসেন তাকে ৩ লক্ষ টাকার ঋণ দেওয়ার কথা বলে প্রায় ২ মাসে আগে তার কাছ থেকে এককালীণ ৮৬ হাজার টাকা সঞ্চয় গ্রহন করেন। এসময় আসলাম সংগঠনের নিয়মানুযায়ী ঋণ দিতে ৫০০ টাকা নন জুডিশিয়াল ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে স্বাক্ষর ও বাড়ির জমির পর্চা নেয়। এরপর থেকে বিভিন্ন সময় ঋণ দিতে নানা তাল-বাহানা করে আসছিল। একপর্যায়ে ঋণ না দিয়ে সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে রবিউল ও তার স্ত্রী লাকি বেগমকে শাহাপুরস্থ ব্র্যাক অফিসে ডেকে নিয়ে যায়। এরপর তারা অফিস গেটের সামনে পৌছালে আসলাম ও তার অন্যান্য সহকর্মীরা তাকে ঋণ কিংবা সঞ্চয়ের টাকা ফেরৎ দিবেনা বলে জানিয়ে দেয়। এসময় ঋণ না দিলেও সঞ্চয়ের টাকা ফেরৎ না দেওয়ার কারণ জানতে চাইলে তারা সংঘবদ্ধভাবে রবিউলকে এলাপাতাড়ি চড়, কিল, ঘুষি মারতে থাকে। এসময় তার স্ত্রী লাকি বেগম তাকে ঠেকাতে এগিয়ে গেলে তারা তাকেও শারিরীকভাবে লাঞ্ছিত করে মাটিতে ফেলে দেয়।
ঘটনায় লোকসমাগম দেখে স্থানীয় বাজারের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনায় প্রতিকার চেয়ে আইনগত ব্যাবস্থা গ্রহনে রবিউল বাদি হয়ে তালা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এব্যাপারে অভিযুক্ত ব্র্যাক কর্মী আসলামের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।