মোঃ হারুন উর রশিদ কালিগঞ্জঃ
দেশের সীমানা নদীর ঠিকানা যেথা গিয়েছে হারিয়ে, সেথা সাতক্ষীরা রূপময় ঘেরা বনানীর কোলে দাঁড়িয়ে।
সাতক্ষীরার আকার্ষন, সড়ক পথে সুন্দরবন” এই শ্লোগানকে সামনে রেখে মমতাময়ী জননেত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জের পিরোজপুর বাইপাস সড়কে ১ হাজার ৭৬ টি বিভিন্ন প্রজাতির ফলস ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে। শনিবার (১ অক্টোবর) সকাল ১০ টায় কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদি’র উদ্যোগে দেশীয় প্রজাতি’র শিমুল,পলাশ, সোনালু, জামরুল, কৃষ্ণছড়া, ছাদিয়ান, আমড়া, বেল, তাল, বৃক্ষরোপণ কর্মসূচীতে উপজেলা আ’লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সী’র সভাপতিত্বে
উক্ত বৃক্ষরোপন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিব ফেরদৌস শিমুল এর সঞ্চালনায় মহতি এই অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসান, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাতক্ষীরা জজ কোটের এডিশনাল পিপি শেখ মোজাহার হোসেন কান্টু, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মৌতালা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, দক্ষীন শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, ভাড়াশিমলা ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল গফুর গাজী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, নলতা আ’ লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, চম্পাফুল আ’ লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, রতনপুর আ’ লীগের সভাপতি আশরাফুল হোসেন খোকন, সাধারণ সম্পাদক পরেশ চন্দ্র মিস্ত্রি, কুশুলিয়া আ’লীগের সভাপতি কাজী কাহফিল অরা সজল, উপজেলা বিআরডিবি সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন, কালিগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, ধলবাড়িয়া আ’লীগের সহ-সভাপতি এম আব্দুল গফফার, আ’লীগ নেতা প্রভাষক শামসুল হুদা কবির খোকন প্রমুখ। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে বক্তারা বলেন- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে দেশ ও পরিবেশের ভারসম্য রক্ষার জন্য দেশি প্রজাতি’র বিভিন্ন প্রকারের ফলজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।পিরোজপুর বাইপাস সড়কে রোপনকৃত গাছগুলো শোভাবর্ধন করবে। সুন্দরবনের দর্শনার্থীরা সড়ক পথে যাওয়ার সময়ে পিরোজপুর বাইপাস সড়কের মনোরম পরিবেশ অবলোকন করে তৃপ্তিবোধ করবেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী নিজ উদ্যোগে জননেত্রী শেখ হাসিনার জন্মদিনে দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউপির সদস্য সদস্যা, ইউনিয়ন আ’লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও আ’ লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, গনমাধ্যমকর্মী ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী বলেন মমতাময়ী নেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার 76 তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার পিরোজপুর বাইপাস সড়কে বৃক্ষরোপণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি ।এই গাছ একদিকে যেমন শোভা বর্ধন করবে করবে অন্যদিকে বনজ ও ফলজ বৃক্ষ আমাদের চাহিদা মিটাবে এবং আগামী প্রজন্ম পাবে সবুজ শ্যামল বনায়ন। এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সকলের।