আবু সাঈদ, সাতক্ষীরাঃ পেডিয়াট্রিক ফর্মুলেশন ফাইজার বায়োএনটেক কোভিড ১৯ ভ্যাকসিন টিকাদান ও কোল্ড চেইন ব্যবস্থাপনা বিষয়ক দিন ব্যাপি প্রশিক্ষণ। সাতক্ষীরা সদর উপজেলা পঃ পঃ কর্মকর্তার আয়োজনে শনিবার সকাল ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন সাতক্ষীরা সদর উপজেলা ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ ফরহাদ জামিল। এসময় অন্যান্যদের মধ্যে বিভিন্ন বিষয়ে ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ দান করেন এম টি ই পি আই শেখ মাহবুর রহমান, হেলথ ইন্সপেক্টর জিয়াউল হক, পরিসংখ্যানবিদ সাব্বির সালেহীন, এম টি ইপি আই ফারুখ হাসান প্রমুখ। প্রশিক্ষণে সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়নের ৪২জন ইউনিয়ন স্বাস্থ্যকর্মীসহ ১৪জন ইউনিয়ন স্বাস্থ্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। এসময় বক্তাগন স্বাস্থ্য বিষয়ে, বাল্য বিবাহ, কুসংস্কার ও স্বাস্থ্যবিধিসহ করোনা সংক্রান্ত বিষয়ে আলোকপাত করেন।
পূর্ববর্তী পোস্ট