আবু ছালেক:সাতক্ষীরাই শত বছরের গাছে রং দিয়ে নাম্বার বসানোর জন্য দেখতে সরজমিনে পরিদর্শন করলেন সাতক্ষীরা জেলা পরিবেশ রক্ষা কমিটি।জানা গেছে সাতক্ষীরা থেকে আশাশুনি মহাসড়কে শত বৎসরের লাগানো শত শত গাছের গায়ে কেটে রং দিয়ে নাম্বার লাগিয়ে ষড়যন্ত্র করছে । বিষয় টি সরজমিনে পরিদর্শনে যান সাতক্ষীরা জেলা পরিবেশ রক্ষা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক এ্যাডঃ এ, বি, এম, সেলিম, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ নাজিরুল ইসলাম , সাধারণ সম্পাদক এ্যাডঃ অসিম কুমার মন্ডল , প্রচার সম্পাদক সাংবাদিক আবু সাইদ , সাংবাদিক আইয়ুব হোসেন রানা , স্হানীয় মেম্বর সাংবাদিক এম, আর, মিঠু, বি, ডি, এফ, প্রেস ক্লাবের সভাপতি আজিজুল ইসলাম , সাবেক মেম্বর অজিয়ার রহমান , সাংবাদিক আরশাদ আলী , মোঃ ফারুক হোসেন।পরিদর্শন কালে সাতক্ষীরা জেলা পরিবেশ রক্ষা কমিটির নের্তৃবৃন্দ উপস্হিত জনগনকে বলেন পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না , তেমনি গাছ ছাড়া আমরা বাচতে পারি না। সাতক্ষীরা জেলা পরিবেশ রক্ষা কমিটির অনুরোধ গাছ রেখে সকল সমস্যার সমাধান করা হোক। সাতক্ষীরা জেলা পরিবেশ রক্ষা কমিটি আরও বলেন আমরা জানি প্রধানমন্ত্রী নিজে পরিবেশসচেতন এবং তিনি প্রতি বছরই বৃক্ষরোপণের সময় হলেই দেশের প্রতিজন নাগরিককে বৃক্ষরোপণ করে বনাঞ্চল সৃষ্টির মাধ্যমে সুন্দর ও সুস্থ পরিবেশ সৃষ্টির আহ্বান জানান। বৃক্ষ পরিবেশের অঙ্গ তাই মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আমাদের সকলেরই পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসা উচিত।বর্তমানে পরিবেশ সচেতনতা শিক্ষার এক অত্যাবশ্যকীয় অঙ্গ হতে চলেছে। বিভিন্ন দেশের সঙ্গে আমাদের দেশেও পরিবেশ বিদ্যা স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী দিনে শিক্ষার প্রারম্ভিক স্তর থেকেই পরিবেশ বিদ্যা শিক্ষাদানের প্রয়োজনীয়তা উপলব্ধি করা হচ্ছে।
আমরা এও জানি প্রাকৃতিক ভারসাম্য বিঘ্নিত করার জন্য মানুষই যে একমাত্র দায়ী তা বলার অপেক্ষা রাখে না। এ পৃথিবীতে লাখ লাখ প্রাণী ও উদ্ভিদের বসবাস। মানুষ তার মধ্যে একটি। আবার সভ্য মানুষই তার মধ্যে ব্যতিক্রমও বটে। মানুষই একমাত্র প্রজাতি যে প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে সভ্য জীবনযাপন করে। সমস্যার সৃষ্টি সেখানেই। মানব সভ্যতা জন্ম দিয়েছে কৃষি, শিল্প, শহর-নগর ইত্যাদির। অন্যান্য প্রজাতির মোট সংখ্যা থেকে মানব জনসংখ্যা অত্যধিক পরিমাণে বেড়ে যাওয়ায় প্রকৃতির ভারসাম্য হারিয়ে যাচ্ছে। অন্যান্য প্রজাতির কাছে মানুষ সঙ্কটের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে অনেক প্রজাতির প্রাণী-উদ্ভিদের বিলুপ্তি ঘটেছে এবং ঘটছে এ সুন্দর পৃথিবী থেকে। তাই যেন কোন ষড়যন্ত্র করে কোন ব্যাক্তি p
পূর্ববর্তী পোস্ট