স্টাফ রিপোর্টারঃ
আসন্ন শারদীয় দুর্গাৎসব উপলক্ষে সাতক্ষীরা তালা উপজেলার ১৯৪ টি পূজা মন্ডপে সিসি ক্যামেরা বসানোর নামে সরকারি অনুদানের অর্থ লুট পাটের অভিযোগ উঠেছে। সিসি ক্যামেরা নিম্নমানের হওয়ায় অনেক মন্ডপ কর্তৃপক্ষ তা ফেরত দিয়েছেন।
সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে তালা শিল্পকলা একাডেমি হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ অনুদান বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার উপস্থিত সকলের সামনে মাইকে ঘোষনা দিয়ে ক্যামেরা বাবদ ৫৪ শ টাকা কর্তন করেন।
এ সময় তিনি সাংবাদিকদের ৩ হাজার টাকা কর্তনের ঘোষনা দেন মাইকে, কিন্তু উক্ত টাকাও নিজেই হজম করেছেন বলে জানান, তালা প্রেসক্লাবের সাংগাঠনিক সম্পাদক সেলিম হায়দার।
মাগুরা শারদীয়া দুর্গাৎসব কমিটির কোষাধ্যক্ষ উত্তম সেন জানান, ক্যামেরার মান খারাপ হওয়ায় আমরা ফিরিয়ে দিয়েছি। হরিশ্চন্দ্রকাটি মন্ডপের সাধারণ সম্পাদক গৌরঙ্গ দালাল, সোনালী মন্ডপের সাধারণ সম্পাদক জীবন ঘোষ, রায়পুর মন্ডপের সাধাণ সম্পাদক তুমার গোলদার সহ অনেকে জানান, ৫২ টাকা ও অন্যান্য ২০০ টাকা মোট ৫৪ শ টাকা কর্তন করা হয়েছে। তারা আরও বলেন, ২ টি ক্যমেরার বাজার মূল্য ২ থেকে আড়াই হাজার টাকার বেশী হবে না। আর যে মেমোরি কার্ড দেওয়া হয়েছে, তার ২ দিনও ধান ক্ষমতা সম্পন্ন নয়।
তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়াম্যান সরদার মশিয়ার রহমান জানান, সিসি ক্যামেরা ক্রয়ের বিষয়টি উপজেলা চেয়ারম্যান দেখেছেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারবোনা। উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রনব ঘোন বাবলু জানান, ক্যামেরা দেওয়ার বিষয়টি উপজেলা চেয়ারম্যান ই ভালো জানেন।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস জানান, ক্যামেরা ক্রয়ের বিষয়টি পূজা উৎযাপন কমিটির, আমি ১৫০টি ভালো মানের ক্রয় করা হয়েছে বলে জানি। তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার জানান, মান সম্মত সিসি ক্যামেরা দেওয়া হয়েছে, তবে বাজারে সংকটের কারণে সামান্য কয়েকটি ক্যামেরা কম দামী দেওয়া হয়েছে।
উল্লেখ্য, উপজেলার ১৯৪টি পূজা মন্ডপের অনুকূলে প্রত্যেক মন্ডপে সরকারি অনুদানের ৫০০ কেজি চাল হিসেবে নগদ টাকা বিতরণ করা হয়। প্রতি মন্ডপের সার্বিক নিরাপত্তায় ২টি করে সিসি ক্যামেরা বসাতে বলা হয়েছে।