ফিরোজ হোসেন, সাতক্ষীরা ঃ
শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসাপাতাল সাতক্ষীরা লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১ টায় হাসপাতালের নিজস্ব ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মো. আনায়ারুল হুসাইন শিমুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ও প্লাষ্টিক সার্জারী ইউনিটের সাবেক বিভাগীয় প্রধান, অধ্যাপক ডাঃ সৈয়দ সামসুদ্দিন আহমেদ। এর আগে সকাল ১০টায় হাসাপাতাল ভবনে শহীদ দিবস উপলক্ষে ফ্রি ঠোট কাটা ও তালুকাটা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে ৩৩ জন রোগীকে বিনা মূল্যে চিকিৎসা পত্র প্রদান এবং ২২ জন রোগীকে বিনামূলে অপারেশন করা হয়। ক্যাম্পে অপারেশন করেন অধ্যাপক ডাঃ সৈয়দ সামসুদ্দিন আহমেদ। এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. ইমরুল ইসলাম ওয়ার্সি, সাফওয়ান বাকী, কান্ট্রি ম্যানেজার, ডয়েচে ক্লেফট্ কিন্ডারহিলফ, জার্মানি প্রমুখ। মহান শহীদ দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিটি ব্যক্তিকে তার মার্তৃভাষাকে মনে প্রাণে ভালভাষা উচিত। যাদের প্রাণের বিনিময় মহান আল্লাহ মাতৃভাষা উপহার দিয়েছেন তাদের অবশ্যই স্বরণ করতে হবে। পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌত্ব টিকিয়ে রাখেতে আমাদের সকলকে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে ভাষা শহীদদেওর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরচালনা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পাবলিক রিলেশন অফিসার মোস্তাফিজুর রহমান।
পূর্ববর্তী পোস্ট