আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরাঃ মসজিদে কুবা সাতক্ষীরার আয়োজনে সীরাতুন্নাবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা, আজান ও ক্বেরাত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার বাদ মাগরিব শহরের মেহেদীবাগ মসজিদে কুবা কমপ্লেক্সে ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জি এম নুর ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সুলতানপুর বড়বাজার জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আব্দুল খালেক, চৌধুরীপাড়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুস সাত্তার, পুরাতন কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা ফিরোজ আহমেদ, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিকুদ্দৌলা সাগর, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত সাতক্ষীরার কৃতি সন্তান তৈয়ব হাসান শামছুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শেখ নিজাম উদ্দিনসহ কমিটি সদস্য ও মুসল্লীবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মসজিদে কুবার ইমাম হাফেজ মুফতি সাইফুল ইসলাম। এর আগে সাতক্ষীরা ও আশেপাশের বিভিন্ন জেলা থেকে প্রায় তিন শতাধিক প্রতিযোগী আজান ও ক্বেরাত প্রতিযোগিত অংশগ্রহণ করেন। আজান প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মোঃ আল আমিন হোসেন এবং ক্বেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন নড়াইল জেলার ফারহান মেহরাব নুর।