ফিরোজ হোসেন, সাতক্ষীরা ঃ
শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) খুলনা অঞ্চল এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২ টায় শহরের তুফান কনভেনশন সেন্টারে সংগঠনের সভাপতি খুলনা হ্যাচারীর স্বত্বাধিকারী ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নামিরা হ্যাচারীর মালিক রুহুল আমিন লেলিন,গালফ হ্যাচারীর মালিক এস এম আব্দুল্লাহ আল মামুন, আল আকসা হ্যাচারীর মালিক নজরুল ইসলাম, খাজা হ্যাচারীর মালিক আব্দুস ছাত্তার মনি, বিসমিল্লাহ হ্যাচারীর মালিক গাউছুল হোসেন রাজ, সুন্দরবন হ্যাচারীর মালিক বাবলু সাহেব, কাবা হ্যাচারীর মালিক জাহাঙ্গীর হোসেন, মেঘনা শ্রিম্প হ্যাচারীর মালিক মো. ইদ্রিস বাবু, কক্সবাজার হ্যাচারীর বাবু শিবু প্রসাদ ঘোষ, কপোতক্ষ হ্যাচারীর মালিক শহিদুল ইসলাম, সোনারগা হ্যাচারীর মালিক নাইম সাহেব, পদ্মা হ্যাচারীর মালিক শাহারুল ইসলাম বকুল, সোনামুখী হ্যাচারীর মালিক মো. মোতালেব প্রমুখ। এসময় সভাপতির বক্তব্যে ডাঃ আবুল কালাম বাবলা বলেন,বৈদেশিক মূদ্রা অর্জনে দেশের চিংড়ি শিল্প অগ্রগামী ভূমিকা রেখে যাচ্ছে। দেশের অর্থনৈতিক চাকা বেগবান করতে চিংড়ি হ্যাচারী মালিক সমিতি আপ্রান চেষ্টা চালাচ্ছে। এসময় তিনি চিংড়ি হ্যাচারী ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করে চিংড়ি বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনে সহযোগিতার আহবান জানান।
পূর্ববর্তী পোস্ট