নিজস্ব প্রতিনিধি: বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত সাতক্ষীরার পিটিশন মামলা নং- ৩৪৫/২১ আদেশ অমান্য করে সৌদি প্রবাসী মো: আশরাফুল ইসলাম আশার স্ত্রী দুই সন্তানের জননী মোছা: শারমিন সুলতানার ক্রয়কৃত সম্পত্তি তপসীল বর্ণিত মামলার নালিশি সম্পতি বসতবাড়ি সাতক্ষীরার রাজারবাগান এলাকার গঙ্গা ব্যানার্জি দিং জবর দখলের পায়তারা করে আসছে। শারমিন সুলতানা বলেন, আমি সাতক্ষীরা সদর সাব-রেজিষ্ট্রার আফম আব্দুল মুজির মাধ্যমে গত ২৫/০৩/২০১৫ ইং সালে ২৩৬৩ নং দলিল মুলে যাহার ক্রমিক নং ২৩৬৭ এর সাতক্ষীরা জেলা ও থানার অন্তরভূক্ত সাতক্ষীরা পৌরসভার জে. এল নং ৯৯ এর সাড়ে ছয় শতক সম্পত্তি পনেরো লক্ষ ছেয়াশি হাজার টাকা মূলে খরিদ করিয়া ২০৬২ নং নতুন খতিয়ান ইউ: ভূ: অ: কেস নং ৪৫৬ আই (১ী-১) ১৬-১৭ নং নাম পত্তন সহ ডি ৪৪৩১৩ নং রসিদের মাধ্যমে নিজনামে নাম পত্তন সহ রেকর্ড করাইয়া বাংলাদেশ সরকারের করদী পরিশোধ করিয়া তথায় পাকা বসতবাড়ি, রান্ন ঘর, বাথরুম ঘর, কাঠ ঘর নির্মাণসহ বিভিন্ন প্রকার ফলজও বনজ বৃক্ষাদী রোপন সহ উপস্বত্তাধি ভোগ করিয়া ভোগবান ও দখল কার আছি। তপসীল বর্ণিত মামলার বিবাদীগণ আমার প্রতিবেশী। আমার স্বামী সৌদি প্রবাসী হওয়ার কারণে আমারও আমার সন্তান দুইটির নিরাপত্তার স্বার্থে কখনও কখনও পলাশপোলস্থ আমার পিতা মাতার বাসায় থাকাকালীন সময়ে আমার প্রতিবেশী ও ভাড়াটিয়া তপসীল মামলার বিবাদীগণ অন্যায়ভাবে আমার বসতবাড়ির গাছপালা চুরি করে কেটে ও সীমানার প্রাচীর ভাংচুর ও পরিবর্তন করিয়া কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধন করায় আমি থানা ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করি এবং পরবর্তীতে গত ১৩/০২/২০২১ ইং তারিখে সাতক্ষীরা সদর থানায় ৭০৫ নং জিডি করি। তাছাড়া বিজ্ঞ নির্বাহী আদালতে ১৩২/২১ ও বিজ্ঞ আমলি আদালতে ১৩৩/২১ মামলা চলমান। ইহাতে বিবাদীগণ আরো ক্ষীপ্ত হইয়া আমার বসতবাড়ী জবর দখল সহ গুম, খুন, হত্যা, প্রশাসন দিয়ে আমার ও আমার পরিবার পরিজোনের বিরুদ্ধে বিভিন্ন প্রকার মিথ্যা ও বানয়াট মামলা দিয়ে জেল খাটাবে বলে হুমকি দেয়। বিবাদীরা বলেন, আমাদের হাত অনেক লম্বা আইন আমাদের কিছু করতে পারবে না। আমাদের বিরুদ্ধে যে মামলা গুলো করেছিস সে গুলো উঠাইয়া না নিলে তোর সহ তোর পিতা মাতা ভাই বোন ও তোর স্বামীসহ তোর পরিবার পরিজোনকে প্রাণে মেরে দিয়ে তোর বসতবাড়ি আমরা জবর দখল করে নিবো। সুতারাং আমি ও আমার পিতা মাতা ও শশুরবাড়ির পরিবার পরিজোন ভীত সন্ত্রাস্ত হয়ে জীবন যাপন করিতেছি। আমি জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ সংশ্লিষ্ঠ কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করি।
পূর্ববর্তী পোস্ট