মুজাহিদুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা বলাডাঙ্গা গ্রামের একটি অ-রাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সেবামূলক সামাজিক সংগঠন একতা সংঘের উদ্যোগে ১৭ ই জানুয়ারি মঙ্গলবার বিকাল ৩ টায় গ্রামের উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, ইউপি সদস্য আজহারুল ইসলাম বাবলু, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মাধবকাটি বাজার কমিটির সভাপতি আবুল খায়ের বিশ্বাস, তুজলপুর জি.সি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম বিশ্বাস প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, বলাডাঙ্গা একতা সংঘের সভাপতি সাংবাদিক আবুল হোসাইন, সহ-সভাপতি মো. ইমরান হোসেন, যুগ্ম সম্পাদক মো. তামিম হোসেন, সাংগঠনিক সম্পাদক বাবলু রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব হোসেন, সাংবাদিক মোজাহিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য সাগর হোসেন, জাহিদ হাসান সিজান, রিয়াজ হোসেন লালন সহ অন্যান্য সদস্যরা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গ্রামীণ উন্নয়নের মাধ্যমে ডিজিটাল দেশ নির্মাণে সরকার বদ্ধপরিকর। সম্প্রতি মডেল মসজিদ নির্মাণ, মেট্রোরেল, পদ্মা সেতু সহ নানামুখী উন্নয়ন বাংলাদেশকে বিশ্বের দরবারে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। দলমত নির্বিশেষে যুব সমাজকে দেশ গঠনে এগিয়ে আসার আহব্বান জানান।