- মোঃ হারুন উর রশিদ, কালিগঞ্জ: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার সরকারি কালীগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট দল “৩২ তম এশিয়া প্যাসেফিক ও ১১তম জাতীয় স্কাউট জাম্বুরি ২০২৩” এ অংশগ্রহন করার জন্য আজ ১৮ জানুয়ারি বুধবার সকাল ন’টায় কালিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। কালিগঞ্জ সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্কাউটার শাহিনুর রহমান ও সহকারী শিক্ষিকা স্কাউটার শিরিনা সুলতানার নেতৃত্বে ছাত্র ১০ ও ছাত্রী ১০ মোট ২০ সদস্যের চৌকস স্কাউট দল গাজীপুরের মৌচাকে পৌঁছেছেন । কালিগঞ্জ সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় স্কাউট দল গাজীপুরে অনুষ্ঠিত ১৯ থেকে ২৭ জানুয়ারি ২০২৩ জাম্বুরীতে অংশ গ্রহণ করার আগে গত মঙ্গলবার সকাল দশটায় স্কাউট দল কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রহিমা সুলতানা বুশরা, সহকারী কমিশনার( ভূমি) মোঃ আজহার আলী, কালিগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বরুণ কুমার দত্ত, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, কালিগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক সৈয়দ মোমিনুর রহমান এর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এবং টিমের সকলের জন্য জন্য আশির্বাদ/দোয়া করেন। ছাত্র স্কাউট দলে রয়েছেন স্কাউটার মোঃ শাহিনুর রহমান, স্কাউট খান ফয়সাল ইসলাম, মোহাম্মদ মেহেদী হাসান, আফিফ মোহাম্মদ বিন হুদা, শেখ আব্দুল কাদির, শামিমুল ইসলাম সজীব, নূর হোসেন নাহিদ, রবিউল আলম রাফি, রেদওয়ান আল ফেরদৌস প্রান্ত, শেখ হামদান বিন আজমির। ছাত্রী স্কাউট দলে রয়েছেন স্কাউটার সিরিনা সুলতানা, স্কাউট কিবতিয়া আলম পিউলি, সানজিদা আক্তার, মাইমা ফররিদ মিম্পা, ঐন্দ্রিলা আহমেদ তাথৈ, ফারহানা ইয়াসমিন লিজা, নাইমা মেহেদী, সুরাইয়া শিমু, সানজিদা ইয়াসমিন নিশা, উল্লেখ্য, ওই স্কাউট জাম্বুরীতে বাংলাদেশ সহ এশিয়ার কয়েকটি দেশ অংশগ্রহন করার কথা রয়েছে। কালিগঞ্জ উপজেলা থেকে একমাত্র সরকারি কালিগঞ্জ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট দল জাতীয় পর্যায়ে জাম্বুরিতে অংশগ্রহণ করায় কালিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি সভাপতি শেখ সাইফুল বারী সফু ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।