ডেস্ক রিপোর্ট ঃ
সভাপতি পদে আবেদন করেছেন ৬ জন, তারা হলেন: সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার মো. আবুল কালাম, চ্যানেল আই এর আবুল কালাম আজাদ, আরটিভি’র রামকৃষ্ণ চক্রবর্তী, সময় টিভি’র মমতাজ আহমেদ বাপী, বিটিভি’র মোজাফ্ফর রহমান এবং এটিএন বাংলা’র এম কামরুজ্জামান।
সহ-সভাপতি পদে আবেদন করেছেন ২ জন, তারা হলেন: দৈনিক সাতনদী পত্রিকার হাবিবুর রহমান এর দৈনিক ইনকিলাব পত্রিকার আব্দুল ওয়াজেদ কচি।
সাধারণ সম্পাদক পদে আবেদন করেছেন ৪ জন, তারা হলেন: মাছরাঙা টিভি’র মোস্তাফিজুর রহমান উজ্জল, দৈনিক ভোরের ডাক পত্রিকার মোহাম্মদ আলী সুজন, যমুনা টিভি’র আহসানুর রহমান রাজীব এবং ইন্ডিপেন্ডেন্ট টিভি’র আবুল কাসেম।
যুগ্ম -সাধারণ সম্পাদক পদের ২ জন হলেন: মানবজমিন পত্রিকার ইয়ারব হোসেন এবং সমাজের কথা পত্রিকার আব্দুল জলিল।
সাংগঠনিক সম্পাদক পদের ২ জন হলেন: দৈনিক কাফেলা পত্রিকার এম ঈদুজ্জামান ইদ্রীস এবং দৈনিক খবরপত্র পত্রিকার মো. রবিউল ইসলাম।
অর্থ সম্পাদক পদপ্রার্থী ৪ জন হলেন: দৈনিক লোকসমাজ পত্রিকার শেখ মাসুদ হোসেন, দৈনিক ঢাকা ট্রিবিউন পত্রিকার আসাদুজ্জামান সরদার, কালের কন্ঠ পত্রিকার মোশাররফ হোসেন এবং দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার জাহাঙ্গীর আলম কবীর।
দপ্তর সম্পাদক পদের ২ জন হলেন: দৈনিক খোলা কাগজ পত্রিকার ইব্রাহিম খলিল এবং আমাদের অর্থনীতি পত্রিকার শেখ ফরিদ আহমেদ ময়না।
সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদের ৩ জন হলেন: চ্যানেল নাইন টিভি’র কৃষ্ণ মোহন ব্যানার্জী, টিভি চ্যানেল নিউজ টোয়েন্টি ফোর এর শাকিলা ইসলাম জুঁই এবং দৈনিক জন্মভূমি পত্রিকার শহিদুল ইসলাম।
নির্বাহী সদস্য পদে আবেদন করেছেন ১৬ জন, তারা হলেন: দক্ষিণাঞ্চল প্রতিদিন পত্রিকার আব্দুল গফুর সরদার, দৈনিক করতোয়া পত্রিকার সেলিম রেজা মুকুল, এসটিভি’র এম শাহীন গোলদার, দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার কামরুল হাসান, দৈনিক নওয়াপাড়া পত্রিকার মো. হাফিজুর রহমান, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার মকসুমুল হাকিম, বনিক বার্তা পত্রিকার গোলাম সরোয়ার, দৈনিক কল্যানের কাজী শওকত হোসেন ময়না, দৈনিক প্রবাহ পত্রিকার এড. খায়রুল বদিউজ্জামান, দৈনিক তথ্যের সৈয়দ রফিকুল ইসলাম শাওন, দৈনিক বাংলাদেশ নিউজ এর মো. আব্দুস সামাদ, সময়ের আলো পত্রিকার কাজি শহিদুল হক (রাজু), দৈনিক কালের চিত্র পত্রিকার আশরাফুর ইসলাম খোকন, সিটিজেন টাইমস এর ফারুক রহমান, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার মাসুদুর জামান সুমন এবং দৈনিক ভোরের পাতার মো. মহিদার রহমান।