নিজস্ব প্রতিবেদক ঃ ভারতে পাচারের সময় সাতক্ষীরার বাঁকাল ব্রীজ সংলগ্ন এলাকা থেকে ২ কেজি ১০০ গ্রাম ওজনের ১৮ পিচ স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে তাকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের মূল্য ১ কোটি ৫৩ লাখ টাকা। এ সময় জব্দ করা হয় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল।
আটককৃত স্বর্ণ চোরাকারবারীর নাম মোঃ মিঠু (২৭)। সে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের থানাঘাটা গ্রামের শওকাত আলীর পুত্র।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান জানান, স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে পুলিশের একটি চৌকসদল সদর উপজেলার বাঁকাল ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে স্বর্ণ চোরাকারবারী মিঠুকে তার ব্যবহৃত মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে তার মোটরসাইকেলের সিটের তলায় তল্লাশী চালিয়ে বিশেষ কায়দায় লুুকিয়ে রাখা একটি প্যাকেটে রক্ষিত ১৮ পিচ স্বর্নের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ২ কেজি ১০০ গ্রাম ( ১৮০ ভরি )। জব্দকৃত স্বর্ণের মূল্য ১ কোটি ৫৩ লাখ টাকা।
তিনি আরো জানান, আটক চোরাকারবারীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে এবং স্বর্ণেরবার গুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পূর্ববর্তী পোস্ট