স্টাফ রিপোর্টার :
দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের অবস্থিত আল মাদানী দাখিল মাদ্রাসার শিক্ষা সফর-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ছাত্র ছাত্রী ও তাদের অভিভাবক সদস্য সহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা এ শিক্ষা সফরে অংশগ্রহণ করেন।
২২ শে ফেব্রুয়ারি বুধবার কানলা সেতু, নবাব বাড়ী, যশোর নড়াইল নিরিবিলি পিকনিক কর্নারে দিনব্যাপী এ শিক্ষা সফর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানসূচির মধ্যে ছিল সকাল ৭.৩০ টায় অবিভাবক সদস্য ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতি পর্ব। ৭.৪৫ মিনিটে জাতীয় সঙ্গীত ও শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, এরপর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী, অভিভাবক সদস্য সহ সকলের জন্য দোয়া কামনা করে যাত্রা শুরু করা হয়।
শিক্ষার আলো ছড়িয়ে প্রতিষ্ঠানটি গৌরবের ৩২ বছর পার করে যাচ্ছে। বরাবরের মতো এবারও অত্র মাদ্রাসা থেকে শিক্ষা সফর-২০২৩ এর আয়োজন করা হয়েছে। এ শিক্ষা সফরকে সফল করতে যারা সময় শ্রম দিয়ে বাস্তবায়ন করেছেন তাদের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন অভিভাবকবৃন্দ।
এছাড়া শিক্ষা সফরের বিভিন্ন কর্মসূচিকে সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষে অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ের সাথে অত্র মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা যে অক্লান্ত পরিশ্রম করে সময় ও পরামর্শ দিয়েছে তাদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিভাবকগন।
যশোর নড়াইল নিরিবিলি পিকনিক পার্কে প্রবেশ করে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী আনন্দের সাথে দিনটি উপভোগ করেন। নামাযের বিরতির পর খাবার পর্ব শেষ করে বিশ্রাম নেন। এরপর বিকাল ৩ টায় মাদ্রাসার শিক্ষার্থী, নাসরিন, আঁচল, সাদিয়া, তানিয়া, জাকিয়া, সুরাইয়া, সাবিকুন, সুমাইয়া, সোহান, নাসিম, জাহিদ, রাকেশ, রেদোয়ান, ফারজানা, ফারহানা, হুমায়রা,শরিফ, মহাতাব উদ্দিনের পরিবেশনায় কবিতা আবৃত্তি, ইসলামি সংগীত, ও কুরআন তেলওয়াতের আয়োজন করা হয়।
দিনব্যাপী এই অনুষ্ঠানের সফলতা যাদের অক্লান্ত পরিশ্রমে সফল হলো তারা হলেন, অত্র মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আবুল ফারাহ্ মোঃ শফিউল আলম, সহ-সুপার আলহাজ্ব মাওঃ আবদুল বারী, মাওঃ আবদুল খালেক, মাওঃ আবদুল কাদের, মাওঃ আবদুল হান্নান, ইসরাইল হোসেন (সহঃ শিক্ষক) ফয়েজ উল্লাহ (দপ্তরী) প্রমূখ।