ফিরোজ হোসেন, সাতক্ষীরা ঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের উপ সচিব ২৫ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. সেলিম হোসেনের পিতা বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালেককে (৭২) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। রবিবার আসর বাদ সাতক্ষীরা সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে জানাযা ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে তাকে সাতক্ষীরা রসুলপুর সরকারি কবরস্থানে দাফন করা হয়। তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৯ ই এপ্রিল রবিবার সকাল ৭.৫৫ টায় যশোর সিএমএইচে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার জানাযা নামাজে সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈনসহ বীরমুক্তিযোদ্ধাগন ও বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তার বর্তমান নিবাস ছিল সাতক্ষীরা শহরের কাটিয়ায়। তিনি ১৯৫১ সালের ১০ মে দেবহাটা উপজেলার পারুলিয়ার সর্দার বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র এবং এক কন্যা রেখে গেছেন।