নিজস্ব প্রতিনিধি: বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করে সাতক্ষীরা জেলার বুধহাটা বাজারস্থ বিচারাধীন সম্পত্তির পিটিশন নং- ১০৫৫/২০, ১০৮৫/২০ এর বিবাদীগণ ও তাদের ক্যাডার বাহিনী কর্তৃক জবর দখলের অভিযোগ উঠেছে। আশাশুনি থানাধীন বুধহাটা বাজারস্থ মেসার্স গাজী ওয়াটার টেকনোলজি মার্কেট ও মেসার্স গাজী ওয়াটার টেকনোলজি প্রতিষ্ঠানের স্বত্তাধীকারি আশাশুনি উপজেলার নওয়াপাড়া গ্রামের বাসিন্দা মো: মিজানুর অভিযোগ করেন। তিনি বলেন, উল্লেখিত পিটিশন মামলার দাবিকৃত অথ্যাৎ আমার ক্রয়কৃত বিশ শতক বাড়ি সহ সম্পত্তির নিজ নামে নাম পত্তন ও বাংলাদেশ সরকারের খাজনাদি পরিশোধ করিয়া তথায় মেসার্স গাজী ওয়াটার টেকনোলজি মার্কেট ও মেসার্স গাজী ওয়াটার টেকনোলজি ঠিকাদারীসহ গোডাউন তৈরি করিয়া উপস্বাত্তাধি ভোগবান ও দখলীকার হয়ে শান্তিপূর্ণভাবে আমি আমার মার্কেট ও প্রতিষ্ঠান পরিচালনা করিয়া আসিতেছি। যাহা বিভিন্ন গণ মাধ্যমসহ পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছিলো। কিন্তু উল্লেখিত মামলার বিবাদীগণ ও তাদের ক্যাডার বাহিনী আমার মার্কেট, ঠিকাদারী অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানসহ গোডাউন জবর দখলের মাধ্যমে আমাকে উচ্ছেদসহ গুম, খুন, হত্যা, প্রশাসন দিয়ে বিভিন্ন প্রকার মিথ্যা মামলা দিয়ে হয়রানি সহ বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করিয়া লক্ষ লক্ষ টাকার ক্ষতি সাধন করিয়া আসিতেছে। পিটিশন ১০৮৫/২০ নং মামলায় বিজ্ঞ আদালত পাঁচ নং আদেশে বিবাদী মো: সাইফুল্লাহ সুমনকে ১৮৮ ধারায় ব্যবস্থা গ্রহণের জন্য ৫৩৪ নং স্মারকে ওসি আশাশুনি থানাকে নির্দেশ প্রদান করেন। ইতোমধ্যে বিবাদীগণ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত থেকে মুচলেকা দিয়ে গিয়ে আরো ক্ষিপ্ত হইয়া আমার তৈরিকৃত মার্কেট, ঠিকাদারী অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান সহ গোডাউন জবর দখলের পায়তারা করিয়া আসিতেছে সেটা বিভিন্ন গণ মাধ্যম সহ স্থানীয়, আঞ্চলিক, জাতীয় পত্রিকা সহ টিভি চ্যানেলে প্রকাশিত হয়েছে এবং যেকোন কোন মুহুর্তে তারা নালিশি সম্পত্তিতে শান্তি শৃঙ্খলা ভঙ্গ করিয়া খুন, জখম করে জবর দখল করে নিতে পারে। আমি জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ সংশ্লিষ্ঠ কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করি।
পূর্ববর্তী পোস্ট