শেখ কামরুল ইসলাম :
আদালতের নির্দেশধাজ্ঞা উপেক্ষা করে বিরোধপূর্ণ সম্পত্তি জোরপূর্বক দখল করে প্রাচীর নির্মাণ ও গাছের আমসহ অন্যান্য ফল পেড়ে আত্মাসাতের অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার বিকারে সাতক্ষীরা শহরের মিয়াসাহেবেরডাঙ্গা এলাকায় এঘটনা ঘটেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, দহাকুলা মৌজায় এস এ ৪৫, খতিয়ান, আর এস ৮২১ দাগ নং ১৬০৫, আরএস ১৩২১ দাগে ৪.৫৮ শতক, ১২৩৩ দাগে, ২.১৭ শতক, ১৩২০ দাগে ১.৫০ শতক মোট জমির পরিমান ৮.২৫ শতক সম্পত্তি মিয়াসাহেবের ডাঙ্গা গ্রামের মৃত মোমিন উদ্দীন সরদারের পুত্র আমিরুল ইসলাম পৈত্রিক সূত্রে প্রাপ্ত হন। উক্ত সম্পত্তি নিয়ে আদালতের নিষেধাজ্ঞা থাকারপরও মিয়া সাহেবের ডাঙ্গা গ্রামের আব্দুস সালামের পুত্র মাসুদ, স্ত্রী জাহানারা, মৃত. আবুল কাশেমের পুত্র আ: সালাম,জোড়দিয়া গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী তানিয়া, সরো সানার পুত্র গোলাম রাব্বি@ রাকেশ, হাফিজুল ইসলাম, বালিথা গ্রামের রবিউল ইসলাম ও রবিউল ইসলামের স্ত্রী নাসরিন সুলতানা উক্ত সম্পত্তি জোরপূর্বক দখলের ষড়যন্ত্র করতে থাকে। একপর্যায়ে উক্ত সম্পত্তিতে লাগানো ৪/৫ টি বড় বড় আম গাছ থেকে আমপেড়ে আত্মসাতসহ প্রাচীর নির্মাণ করে সম্পত্তি দখলের চেষ্টা করে যাচ্ছে। এতে বাধা দিতে গেলে উল্লেখিত ব্যক্তিরা খুন জখমসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানিসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছেন। উক্ত বিষয়ে নিয়ে সেখানে যে কোন সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এঘটনায় ভুক্তভোগী আমিরুল ইসলাম তার পৈত্রিক সম্পত্তি রক্ষা এবং সম্পত্তি থেকে জোরপূর্বক আমপাড়া বন্ধসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
০৮.০৫.২০২১