শহর প্রতিনিধি:”সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা পৌরসভাধীন কাঠিয়া আমতলা যুব সমাজের সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপী ৮ দলীয় নক আউট আমতলা উদিয়মান ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে আমতলা গণমুখী মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলার উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক মাসুম বিল্লাহ শাহিন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক কামরুজ্জামান কামু,সাবেক পৌর কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল,গণমুখী যুব সংঘের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তি,বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জুর হোসেন রিপন, মোঃ সাইফুল ইসলাম, কাজী রাসিউল করিম রোমন,টুর্নামেন্ট কমিটির আহবায়ক শেখ শাহাদাত মাহমুদ, সদস্য সচিব মোঃ মোস্তফা ফারহাদ। সম্পূর্ণ খেলার ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত আছেন মোঃ শহীদ হাসান এবং স্কোরার ইমরুল কায়েস।