আহসান উল্লাহ বাবলু উপজেলা প্রতিনিধি ঃ
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি দক্ষিনপাড়া এলাকার ভিক্ষুক মনোয়ারা বেগমকে তার বসবাসকৃত জমি থেকে উচ্ছেদ করতে প্রতিপক্ষ কতর্ৃক তার উপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার সকাল ৭টায় তার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এব্যাপারে রবিবার দুপুরে তার ছেলে জাকির হোসেন থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ও সরেজমিন ঘুরে জানাগেছে, ভিক্ষুক মনোয়ারা বেগম এর দুই ভাই গুনাকরকাটি গ্রামের মৃত জোহর আলী মোল্যার ছেলে রওশন মোল্যা ও সাইদ আলী মোল্যা, সাত্তার মোল্যার ছেলে আঙ্গুর হোসেন, রওশন মোল্যার স্ত্রী সালেহা বেগম ও আঙ্গুর হোসেনের স্ত্রী সালমা খাতুন রবিবার সকালে মনোয়ারা বেগমকে তার জমি থেকে উচ্ছেদ করতে তার উপর হামলা চালায়। পরে তাকে উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আরও জানাগেছে, বিগত ৩৫ বছর পুর্বে তার ভাইদের কাছ থেকে ৪০ হাজার টাকার বিনিময়ে সে ৬ শতক খাস জায়গা নিয়ে বসবাস করে আসছিল। সেখানে সে ঘরবাড়ি বেঁধে, গাছগাছালি লাগিয়ে ভোগ দখলে আছে। কিন্তু তার ভাইরা তাকে তার জায়গা থেকে উচ্ছেদের জন্য বহুদিন ধরে ষড়যন্ত্র করে আসছেন। এক মাস আগেও তার উপর হামলা চালানো হয় এবং তার টিনের ছাউনি ও মাটির ঘরটি ভেঙে দেওয়া হয়। এবিষয়ে মনোয়ারা বেগম উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন।####
পূর্ববর্তী পোস্ট