স্টাফ রিপোর্টার: দেবহাটা উপজেলার ভাতশালা সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের ৪র্থ তলা বিশিষ্ট নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উদ্বোধন অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, সাবেক স্বাস্থ্য মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি। বক্তব্যে তিনি বলেন, উন্নত জাতি গঠনে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে। তাই সাধারণ শিক্ষার পাশাপশি বিজ্ঞান, তথ্য প্রযুক্তি ও টেকনিক্যাল শিক্ষায় শিক্ষক ও শিক্ষার্থীদের আরো মনোযোগী হতে হবে। কেবলমাত্র মুখে মুখে শিক্ষাই জাতির মেরুদন্ড বললে হবে না, বাস্তবমূখি শিক্ষার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। সাতক্ষীরার শিক্ষার্থীরা আজ এভারেস্ট জয় করছে। দেশে ও বিদেশের ক্রিকেট মাঠে জয় নিয়ে আসছে। তাই বসে থাকার আর সময় নেই। সেই সাথে মেয়েদের সু-শিক্ষা নিশ্চিত ও বাল্যবিবাহ বন্ধে সকলকে এগিয়ে আসতে হবে।
বক্তব্যে আরো বলেন, শেখ হাসিনার সততা, দক্ষতা ও সাহসী ভূমিকায় স্বপ্নের সেতুর সুবিধা সারাদেশের মানুষ ভোগ করতে শুরু করেছে। কমিউনিটি ক্লিনিক আপনার হাতের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিচ্ছে। আজকে দেশের অনেক কিছু পরিবর্তন হয়েছে যা আপানাদের জানা। তাছাড়া বর্তমানে আমার নির্বাচনী উপজেলা দেবহাটার প্রতিটি এলাকায় রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা সহ অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে। বিদ্যুতের ঘটতি নিয়ে তিনি বলেন, বিশ্ব বাজারে প্রাকৃতিক গ্যাসের সংকট হওয়ায় উৎপাদন কমে যাওয়ায় সাময়িক ভাবে সেবার মান ব্যহত হচ্ছে। আমাদেরও উচিত সংকট কমাতে বিদ্যুত ব্যবহারে সাশ্রয়ী হওয়া।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. আজহার আলী, দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবদুল মতিন বকুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আ.লীগ নেতা আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক, সাবেক সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, জেলা শিক্ষা প্রকৌশলী শেখ আসিব, অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল হাই প্রমুখ।
উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আবদুর রব লিটু, টাউনশ্রীপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোজাহিদ হোসেন, আ.লীগ নেতা শরীফ বিশ্বাস, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার ঘোষ, ইউপি সদস্য কামাল হোসেন, আবদুল জলিল, নুর হোসেন, মাধবী বিশ্বাস, ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহিন সিরাজ সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন বিদ্যালয়ের শিক্ষক তপন কুমার হালদার।