জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: কলারোয়ায় সন্ত্রাসী হামলায় মালয়েশিয়া প্রবাসী পরিবারের স্ত্রী-কন্যা সন্তানসহ ৪জন জখম হয়েছে। আহতদের কলারোয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় ৫জনের নামে কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। আহত উপজেলার বড়ালী গ্রামের মালয়েশিয়া প্রবাসী রুহুল কুদ্দুসের স্ত্রী ছকিনা খাতুন (৩৮) জানান- মঙ্গলবার সকাল ৮টার দিকে প্রতিপক্ষরা তাদের বাড়ীতে যাতায়াতের পথ বেড়া দিয়ে বন্ধ করে দেয়ার বিষয়ে প্রতিবাদ করাতে চাচাত শ^শুর আমজাদ হোসেন ক্ষিপ্ত হয়ে লোহার রড, শাবল, দা ও লাঠি দিয়ে এলোপাতাড়ী ভাবে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। তার ডাকচিৎকারে ছেলে মেহেদী হাসান ইমুন (২০), কন্যা রিমা খাতুন (১১), ইমা খাতুন (১৫) তার মাকে বাচাতে এগিয়ে আসলে আমজাদ আলী গাজী, আমিরুল ইসলাম, আবু তালেব, নার্গিস খাতুন, মিতা খাতুন দলবদ্ধ হয়ে তাদের ধরে সন্ত্রাসী কায়দায় পিটিয়ে কুপিয়ে জখম করে শ্লিলতাহানি ঘটায়। পরে তাদের ডাক চিৎকারে পাশ^বর্তী লোকজন এগিয়ে আসলে তারা তাদের ফেলে চলে যায়। এসময় আহত ছকিনা খাতুন (৩৮), মেহেদী হাসান ইমুন (২০), কন্যা রিমা খাতুন (১১), ইমা খাতুন (১৫) কে উদ্ধার করে এলাকাবাসী কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এবিষয়ে ওই ওয়ার্ডের ইউপি সদস্য লেয়াকত আলী গাজী বলেন, তিনি ঘটনাটি শুনেছেন এবং আহতের হাসপাতালে গিয়ে খোজ খোবর নিয়েছেন।