জিয়াউর রহমান সাতক্ষীরাঃ সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামে পাওনা টাকা আদায় করাকে কেন্দ্র করে টাকা না দেওয়ার জন্য পাওনাদারের বিরুদ্ধে মামলা করেছে ঘটনাটি ঘটেছে। এ সংবাদ সংগ্রহের কালে এলাকাবাসী সাংবাদিকদের জানান রোজিনা খাতুন পিতা আব্দুল আহাদের মেয়ে গ্রামে- কাকডাঙ্গা। রোজিনা খাতুন অনুমান ১০ বছর পূর্বে তার স্বামী কাছ থেকে ছাড়াছাড়ি হওয়ার পরে তার একটি কন্যাকে নিয়ে পিতার বাড়িতে বসবাস করে এবং একই গ্রামের প্রতিবেশী মামা আসামি ছবেদ আলি, পিতা- অজিহার সরদার এর নিকট হতে তার পিতা অসুস্থ হওয়ার কারণে রোজিনা খাতুন তার কাছ থেকে গত সাত-আট মাস আগে ১০০০০(দশ) হাজার টাকা ধার নেন সেই সুবাদে রোজিনা খাতুন তার ভাই রবিউল ইসলাম, মিজানুর রহমান ও হাফিজুর ইসলামের সহযোগিতায় টাকা না দেওয়ার ফন্দি খুঁজে। এক পর্যায়ে ছপেদ আলী তার পাওনা টাকা আদায়ের জন্য রোজিনা খাতুন কে বললে এখন সে টাকা দিতে পারবে না বলে জানায়। ফলে ছপেদ আলি তার পাওনা টাকা আদায়ের জন্য রোজিনার সাথে কথা-কাটাকাটির এক পর্যায়ে রোজিনার মোবাইলটা ছপেদ আলি নিয়ে নেয় কিন্তু পরে তার ভাইরা এসে পাওনা টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোবাইল ফোন নিয়ে যায়। যা এলাকার অনেক লোক জানে।কিন্তু তার ভাইরা রোজিনাকে বাদি করে ধর্ষণের চেষ্টার অভিযোগ দিয়ে গোপনে থানায় এজাহার দায়ের করে যার নাম্বার কলারোয়া থানা মামলা নম্বর ২৪/১৫৩,তারিখ -১২/০৪/২০২১ইং। এলাকাবাসী জানান ছপেদ আলি একজন উদার মনের মানুষ। তিনি দীর্ঘদিন কাকডাঙ্গা পূর্বপাড়া জামে মসজিদের 2010 সাল হইতে অদ্যবধি পযন্ত সাধারণ সম্পাদক পদে সুনামের সহিত মসজিদের উন্নয়ন কল্পের নিজিকে নিয়োজিত করে আসছেন। তিনি অত্যন্ত সৎ কর্তব্য নিষ্ঠা ও দায়িত্ববান। এই মহিলার হাত থেকে যেন বাঁচতে পারে তার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার সদয় দৃষ্টি কামনা করছি এলাকাবাসী।
পূর্ববর্তী পোস্ট