প্রেস বিজ্ঞপ্তি:খুলনায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর (শনিবার) সকালে খুলনার একটি হোটেলে সম্মেলন উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মোসাদ্দেক-উল-আলম। ব্যাংকের খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ও সহকারী মহাব্যবস্থাপক জি এম হাফিজুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক জেড এম হাফিজুর রহমান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষ বাহিনীর খুলনা রেঞ্জের পরিচালক মোল্লা আমজাদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মোসাদ্দেক-উল-আলম বলেন, আনসার ও ভিডিপির সদস্যদের জীবন মান উন্নয়নে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ব্যাংকের শেয়ার হোল্ডারদের মধ্যে ডিভিডেন্ট প্রদান অব্যাহত আছে। স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ প্রদান করা হচ্ছে। তিনি আরো বলেন, দারিদ্র্য বিমোচনে ব্যাংক ব্যপক ভূমিকা পালন করছে। তিনি ব্যাংকের সকল কর্মকর্তা/কর্মচারীদের সততা, নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানিয়ে বলেন আপনাদের উপর ব্যাংকের ভিত্তি নির্ভর করছে। তিনি আরো বলেন, ব্যাংক এগিয়ে যাচ্ছে। বর্তমানে ব্যাংক আরো গতিশীল হয়েছে। খুলনা অঞ্চলের সকল উপজেলায় পর্যায়ক্রমে শাখা স্থাপন করা হবে। সম্মেলনে সাতক্ষীরা, খুলনা, নড়াইল ও যশোর জেলার ১৯টি শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চলনা করেন ফকিরহাট শাখার ব্যবস্থাপক জয়নাব খাতুন।